Site icon The News Nest

Rafael Nadal: হলটা কী ! উইম্বলডন, অলিম্পিক থেকে নাম তুললেন নাদাল

nadal 1

রাফায়েল নাদালের অনুরাগীদের জন্য একটা বড় দুঃসংবাদ। এই বছর উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্সে অংশ নেবেন না রাফা। এমনটাই তিনি ঘোষণা করেছেন।ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালের মাঝপথেই চোট সমস্য়ায় তাঁকে জেরবার হতে হয়েছিল। নোভক জকোভিচের বিরুদ্ধে শেষের দিকে ঠিক করে পারফরম্যান্সই করতে পারেননি রাফায়েল নাদাল। প্রথম বার রোলাঁ গারোর সেমিফাইনালে হারের যন্ত্রণা ভোলার আগেই নাদালের অনুরাগীদের কাছে এটা নিঃসন্দেহে আরও একটা বড় ধাক্কা। নাদাল নিজে টুইট করে উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্সে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আরও পড়ুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে আজহারকে সরিয়ে দিল সৌরভের বোর্ড

রাফা এ দিন প্রায় একগুচ্ছ টুইট করেছেন। সেখানে তিনি নিজের শারীরিক সমস্য়ার কথা জানিয়েছেন। একটি টুইটে  নাদাল বৃহস্পতিবার  লিখেছেন, ‘এ বছরের উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারছি না। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে’।

১৩ বারের ফরাসি ওপেন বিজয়ী নাদাল এবার প্রথম সেটে জিতেও নোভাক জোকোভিচের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন। সেই ম্যাচ সুরকির কোর্টে ইতিমধ্যেই অন্যতম সেরা হিসেবে পর্যবসিত হয়েছে। নাদাল নাম তোলায় প্রশ্ন উঠেছে যে তিনি চোট নিয়েছিলেন ফরাসি ওপেনে খেলেছিলেন কিনা, বা চোটের কারণেই সেমিফাইনালে তাঁর থেকে লড়াই সে ভাবে দেখতে পাওয়া যায়নি কিনা।

নাদালের সংযোজন, ‘আমি টেনিস জীবনকে আরও দীর্ঘায়িত করতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলে নিজেকে খুশি রাখতে চাই। যেহেতু রোলঁ গারোজ এবং উইম্বলডনের মাঝে মাত্র ২ সপ্তাহ রয়েছে, তাই সুরকির কোর্টে খেলার চাপ এবং ধকল কাটিয়ে উঠতে আমার শরীরের সময় লাগবে। এই দু’মাসে প্রচুর পরিশ্রম করেছি। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই এই সিদ্ধান্ত’।

নাদাল জানিয়েছেন, পেশাদার জীবনের এই সময়ে এসে শরীরের সমস্যাকে অগ্রাধিকার দিতে চান তিনি। ট্রফি জেতার খিদে এবং চাহিদা তাঁর কাছে এখনও একইরকম থাকবে। নাদাল লিখেছেন, ‘অলিম্পিক্স গেমস যে কোনও ক্রীড়াবিদের কাছে অগ্রাধিকার। সবাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকে। আমি তিন বার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত’।

আরও পড়ুন : আজ লিয়েন্ডার পেজের জন্মদিন, জানতেন কি উনি মাইকেল মধুসূদন দত্তের বংশধর ?

Exit mobile version