টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) পর পর দুটো ম্যাচ হারের ময়নাতদন্ত চলছে। তার মধ্যেই রবি শাস্ত্রীর (Ravi Shastri) পরবর্তী কোচ বেছে নিল বিসিসিআই (BCCI)। বুধবার বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সর্বসম্মতিক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কোচ হিসেবে বেছে নিল রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid)। বিশ্বকাপের পরই নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হোম সিরিজ। তখন থেকেই টিমের দায়িত্ব নেবেন তিনি।
বুধবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সুলক্ষণা নায়েক এবং আরপি সিংয়ের ক্রিকেট উপদেষ্টা মণ্ডলী সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভারতের সিনিয়র দলের হেডকোচ পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ থেকেই ভারতীয় দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়। বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচের পদে স্বাগত জানিয়ে বলছেন,”রাহুলকে ভারতীয় কোচের পদে স্বাগত জানাই। ওঁর ক্রিকেট কেরিয়ার দুর্দান্ত। ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে দ্রাবিড় একজন। এনসিএ’র প্রধান হিসাবেও দুর্দান্ত কাজ করেছে। আশা রাখব ওর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে।”
? NEWS ?: Mr Rahul Dravid appointed as Head Coach – Team India (Senior Men)
More Details ?
— BCCI (@BCCI) November 3, 2021
জুনিয়র দলের কোচ হিসেবে দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন দ্রাবিড়। আবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশ্বজয় করেছিলেন। গড়ে দিয়েছিলেন তরুণ ক্রিকেটারদের ভিত। স্বাভাবিকভাবেই তাই সিনিয়র টিমের কোচ হওয়ার দৌড়ে ফেভারিটদের তালিকায় উঠে এসেছিল ‘দ্য ওয়াল’-এর নাম। কিন্তু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান কোচ হয়ে সিনিয়র দলের দায়িত্ব প্রথমটায় নিতেই চাননি। শোনা গিয়েছিল, কোচ হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ঘটনাপ্রবাহ পরে অন্যদিকে মোড় নেয়। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং সচিব জয় শাহর সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও হয় দ্রাবিড়ের। তার পরেই বরফ গলে বলে মনে করা হচ্ছে।
কোহলিদের কোচ কে হবেন, তা নিয়ে বেশ কয়েক দিন ধরে জল্পনা চলছিল। কখনও শোনা গিয়েছে অনিল কুম্বলের নাম, কখনও উঠে এসেছে ভিভিএস লক্ষ্মণের নাম। আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তাঁর বেতনও ফাঁস হয়ে গিয়েছিল। তবে এখনও কোহলীদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ হিসাবে কারও নাম ঘোষণা করেনি বোর্ড।