Ravi Kumar reached the quarter finals of the 56 kg freestyle wrestling category

ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন রবি কুমার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টোকিও অলিম্পিক্সে ভারতের কুস্তি অভিযানের শুরুটা মনে রাখার মতো না হলেও প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে দিলেন রবি কুমার। মঙ্গলবার মেয়েদের ৬২ কেজি বিভাগের প্রথম বাউটেই হারতে হয়েছিল সোনম মালিককে। তবে বুধবার ছেলেদের ৫৭ কেজি বিভাগের প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিলেন রবি।

প্রথম বাউটে কলম্বিয়ার অস্কার এদুয়ার্গো টিগেরেরস আর্বানোকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৩-২ ব্যবধানে পরাজিত করেন রবি। সেই সঙ্গে তিনি জায়গা করে নেন কোয়ার্টার ফাইনাল বাউটে।

ফার্স্ট পিরিয়ডে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন রবি। রক্ষণ মজবুত করে সুযোগ মতো পয়েন্ট তুলে নেওয়ায় নজর ছিল ভারতীয় তারকার। তবে সেকেন্ড পিরিয়ডে রবি ছিলেন অপ্রতিরোধ্য। পাঁচবার তিনি ২ পয়েন্ট করে সংগ্রহ করেন। সুতরাং ফার্স্ট পিরিডয় থেকে ৩ পয়েন্ট ও দ্বিতীয় পিরিয়ড থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় কুস্তিগীর। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান ১০ পয়েন্ট ছাড়াতেই টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে যান রবি।

আরও পড়ুন : সেক্সের সময় লিঙ্গে কি কি ব্যবহার করা যায় এবং করলে ভালো হয়?

আরও পড়ুন : শিশুকে স্তন্যপান করানোর আগে ও পরে এগুলো করছেন তো?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest