Revealed Probable dates for IPL 2023

IPL: কবে আইপিএল? প্রকাশ্যে এল সম্ভাব্য তারিখ, ছিটকে গেলেন ১০ কোটির দেশি বোলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মহিলা আইপিএল নিয়ে বাদ‌্যির মধ‌্যেই পুরুষদের আইপিএল (IPL) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল ভারতীয় বোর্ড (BCCI)। শোনা যাচ্ছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে যেতে পারে আইপিএল। দু’টো তারিখ রাখা হয়েছে। হয় ৩১ মার্চ কিংবা ১ এপ্রিল। সম্ভাবনা দ্বিতীয়র বেশি। গত বার থেকে দশটা টিম নিয়ে আইপিএল শুরু হয়েছে। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস-এই দু’টো টিম জুড়েছে নতুন করে। এবং প্রথম বার খেলতে নেমেই আইপিএল চ‌্যাম্পিয়ন হয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স।

আপাতত যা ঠিক রয়েছে, তাতে আগামী ২৮ মে আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা। আসন্ন আইপিএলে গোটা কয়েক জিনিস ঘটতে দেখা যাবে। যেমন হোম-অ‌্যাওয়ে ফর্ম‌্যাটের প্রত‌্যাবর্তন ঘটতে চলেছে টুর্নামেন্টের গ্রুপ পর্বে। কোভিড পূর্ব জমানায় যে ভাবে হত আইপিএল, এবার হবে সে ভাবে। পাশাপাশি ‘ইমপ‌্যাক্ট প্লেয়ারে’-র আমদানিও দেখা যাবে।

মহিলা আইপিএল নিয়েও পুরোদমে ময়দানে নেমেছে বোর্ড। আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম মহিলা আইপিএল। পনেরো দিন ধরে যা চলবে। ফাইনাল হবে আগামী ২২ মার্চ। জানা গেল, মহিলা আইপিএলের উদ্বোধন যথেষ্ট জাঁকজমক সহকারে করার কথা ভাবছে বোর্ড। বলিউড তারকাদের কাউকে কাউকে উদ্বোধনী অনুষ্ঠানে আনার পরিকল্পনা রয়েছে।

তবে কারা আসবেন, কারা পারফর্ম করবেন-এখনও সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। তবে এবারই যেহেতু প্রথম মহিলা আইপিএলের আসর বসবে দেশে, তাই সেটাকে স্মরণীয় করে রাখার উদ‌্যোগ নেওয়া হচ্ছে।

আইপিএল শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন প্রসিদ্ধ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest