দুর্ঘটনার ১২ ঘণ্টা পর এখন অনেকটাই ভাল আছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর শরীরের দু’টি অংশে এমআরআই করা হয়েছে। তার রিপোর্ট স্বাভাবিক এসেছে। এমনিতে ভালই রয়েছেন ভারতের এই উইকেটকিপার। বড় কোনও বিপদের আশঙ্কা এখনই নেই।
দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পর থেকে উঠে এসেছে নানা প্রশ্ন। দুর্ঘটনার পর তাঁর অসহায়তার সুযোগে নগদ প্রায় চার লক্ষ টাকা লুট হয়ে যাওয়া নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু রাতের অন্ধকারে এত টাকা নিয়ে একা কেন বেরিয়েছিলেন পন্থ? সড়কপথেই বা কেন যাচ্ছিলেন তিনি? তাঁর রুরকি যাওয়ার কথা জানতেন না পরিবারের সদস্যরাও। এমনকি তাঁর মা-ও।
আরও পড়ুন: IPL Auction 2022: সর্বকালের সর্বোচ্চ দর পেলেন স্যাম কারান, দ্বিতীয় গ্রিন, তৃতীয় স্টোকস
পন্থ জানিয়েছেন, বাংলাদেশ থেকে ফেরার পর মাকে চমকে দিতে চেয়েছিলেন। তাই কয়েকটা দিন দিল্লিতে কাটিয়ে রুরকির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। মা এবং পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি গোপন রাখতে একা গাড়ি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। ইচ্ছা ছিল পরিবারের সকলকে নিয়ে বড় করে ইংরেজি নববর্ষ পালন করবেন। সে জন্য সঙ্গে নিয়েছিলেন পর্যাপ্ত টাকা। দিল্লির পড়শিরাও যাতে তাঁর বাড়ি যাওয়ার কথা জানতে না পারেন, তাই রাতের অন্ধকারে যাত্রা শুরুর পরিকল্পনা করেছিলেন ২৫ বছরের আগ্রাসী ক্রিকেটার।
সক্ষম সুপারস্পেশ্যালিটি হাসপাতাল থেকে পরে চিকিৎসার জন্য পন্থকে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রয়োজনে দিল্লিতে নিয়ে গিয়ে পন্থের চিকিৎসা করানো হতে পারে। তাঁর চিকিৎসার সব ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার। নিয়মিত খবর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডো এখন এশিয়ার! রেকর্ড অর্থে সৌদির ধনকুবেরদের ক্লাবে সিআর৭