Site icon The News Nest

হাঁটুর চোটে মরশুম শেষ, চলতি বছর কোর্টে নামতে পারবেন না ফেডেরার

Roger Federer featured in an emotional Wimbledon video

The News Nest: করোনা মোকাবিলার জন্য দীর্ঘদিন ধরে বন্ধ সমস্ত স্পোর্টস ইভেন্ট। একাধিক ফুটবলের মাঠে বল গড়ালেও এখনও ক্রিকেট, টেনিস, হকি কিংবা ব্যাডমিন্টন-সহ অন্যান্য খেলা শুরু হয়নি। তবে পরিকল্পনা চলছে পুরো দস্তুর। তৈরি করা হচ্ছে নতুন নতুন গাইডলাইনও। কিন্তু হাঁটুতে চোটের কারণে এই বছর আর কোর্টে নামা হবে না টেনিস কিংবদন্তি ফেডেরারের।

টুইট করে অনুরাগীদের নিজেই এই হতাশাজনক খবর দিয়েছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। ফেডেরার টুইটার বিজ্ঞপ্তিতে লেখেন, ‘প্রিয় অনুরাগীরা, আশা করি আপনারা নিরাপদে ও সুস্থ আছেন। কয়েক সপ্তাহ আগে আমার প্রাথমিক রিহ্যাব ধাক্কা খায়। ডান হাঁটুতে দ্রুত অর্থোপেডিক অস্ত্রোপচার করাতে হয়। এখন ঠিক যেভাবে ২০১৭ মরশুমের আগে পর্যন্ত পরিকল্পনা করেছিলাম, ঠিক সেভাবেই সর্বোচ্চ মঞ্চে খেলতে নামার আগে নিজেকে একশো শতাংশ সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় সময় দিতে চাই। আমি আমার অনুরাগীদের এবং ট্যুর ভীষণভাবে মিস করব। তবে আশা করি ২০২১ মরশুমের শুরুতেই আবার ট্যুরে সবাইকে দেখতে পাব।’ রজার আশা করছেন নতুন বছরে আবার সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন।

আরও পড়ুন: ICC T20 বিশ্বকাপ আয়োজনের ‘আবদার’ আমেরিকার

গত ফেব্রুয়ারিতে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ফে়ডেরারের। তবে করোনা মহামারির জন্য খেলা বন্ধ থাকায় কোনও বড় টুর্নামেন্ট হাতছাড়া করতে হয়নি তাঁকে। উইম্বলডন বাতিল হওয়ায় আশা করা হচ্ছিল ফরাসি ওপেন নতুবা যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে নামবেন ফেডেরার। বর্তমান পরিস্থিতিতে যদি শেষ দু’টি মেজর টুর্নামেন্ট আয়োজিত হয়, তবে তা কোর্টের বাইরে বসেই দেখতে হবে রজারকে।

অন্যদিকে, ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২০ সালের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন ফেডেরার। করোনা মহামারির জেরে রোনাল্ডো-মেসিদের ক্লাব তাঁদের পারিশ্রমিকে কাটছাঁট করায় দুই ফুটবলারকে রোজগারের লড়াইয়ে পিছিয়ে পড়তে হয়। গত বছর তালিকার শীর্ষে ছিলেন মেসি। এবার তিনি নেমে গিয়েছেন তিন নম্বরে। অন্যদিকে, ফেডেরার চার ধাপ উঠে এসে প্রথম টেনিস তারকা হিসেবে সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকায় এক নম্বর স্থান দখল করেন।

আরও পড়ুন: বিরাট কোহালির শরীরে আছে ১১টি ট্যাটু, জেনে নিন সেগুলোর মানে

Exit mobile version