Rohit Sharma says he is absolutely unaware of Jai Shri Ram chants for Mohammed Shami during India vs Australia match

Rohit Sharma : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শামিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, ৫ দিন পর কি বললেন রোহিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্ট চলাকালীন মহম্মদ শামির (Mohammaad Shami) উদ্দেশে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু এই প্রসঙ্গে কিছুই জানেন না বলে দাবি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বর্ডার গাভাসকর ট্রফির শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতেই বেশ অস্বস্তিতে পড়েন রোহিত। উত্তরে সাফ জানিয়ে দেন, শামির বিষয়টি এই প্রথমবার শুনলেন তিনি।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার আমদাবাদ টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে বাংলার জোরে বোলারও। সেই সময় গ্যালারি থেকে কয়েক জন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। কয়েক জন শামির নাম করেই চিৎকার করেন। বহু ক্ষণই এই কান্ড চলতে থাকে। যদিও শামি বা ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা এতে কোনও প্রতিক্রিয়া দেখাননি।

আরও পড়ুন: Lionel Messi: ৭০০ গোলের রেকর্ড! রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায় মেসি

একমাত্র সূর্যকুমার যাদবকে দেখা যায় হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া দর্শকদের চুপ করার অনুরোধ করতে। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সেই সময়ে। মজার ঘটনা হল, সেই দিন সেই সময়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সামনেই ঘটে এমন লজ্জাজনক ঘটনা।

দর্শকদের এই আচরণের নিন্দা করেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভারতীয় দলের এক জন ক্রিকেটারকে খেলা শুরুর আগে কেন এ ভাবে অস্বস্তিতে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। খেলার মধ্যে অকারণে রাজনীতি আনার অভিযোগও করেছিলেন কেউ কেউ।

ঘটনার পর পরই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।  সোমবার টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সে সময় শামিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনির প্রসঙ্গ ওঠে। বিষয়টি শুনে রোহিত বলেছেন, ‘‘শামিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। এই প্রথম শুনলাম। বলতে পারব না কী ঘটেছিল।’’

এই প্রথম নয়। আগেও শামিকে ক্রিকেটপ্রেমীদের একাংশের বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভালো বল করতে পারেননি শামি। তখনও ক্রিকেটপ্রেমীদের একাংশ হারের জন্য দায়ী করেছিলেন বাংলার জোরে বোলারকে। দলগত ব্যর্থতার দায় চাপানো হয়েছিল তাঁর উপর। সে সময় সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণরা প্রতিবাদ করেছিলেন। শামির পাশে দাঁড়িয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও।

আরও পড়ুন: Virat Kohli Test Century: শতরানের খরা কাটতেই বিয়ের আঙটিতে চুমু খেয়ে অনুষ্কাকে ‘কৃতিত্ব’ বিরাটের!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest