Ronaldo, the hero of Manchester United, scored an impeccable goal in injury time

ইনজুরি টাইমে অনবদ্য গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নায়ক রোনাল্ডো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল গত মরশুমে তাদের ইউরোপা লিগ ফাইনালের প্রতিপক্ষ ভিলারিয়ালের। ইউরোপা লিগে ম্যাচ ড্র হওয়ার পর দীর্ঘ পেনাল্টি শুটে জয় পেয়েছিল ভিলারিয়াল। তবে এতদিন শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হল তাদের। ২-১ ম্যাচ জিতল ইউনাইটেড, সৌজন্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এ দিন চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ইতিহাসে নতুন নজির তৈরি করলেন রোনাল্ডো৷  ভিলারিয়েলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৭৮ নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo)৷ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ফুটবলার এতগুলি ম্যাচ খেলেননি৷ আর ইতিহাস তৈরি করার ম্যাচটি সাদামাটা ভাবে শেষ করতে চাননি সিআর সেভেন৷

গোটা ম্যাচে সেভাবে কিছু করতে না পারলেও একেবারে শেষ মুহূর্তে দলকে তিন পয়েন্ট এনে দিলেন তিনি৷ গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে গ্যালারিতে জার্সি ছুড়ে দিয়ে হলুদ কার্ডও দেখতে হল তাঁকে৷

আরও পড়ুন: Sania Mirza: কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ ডাবলস খেতাব জিতলেন সানিয়া মির্জা

ওল্ড ট্রাফোর্ডে আগাগোড়াই আধিপত্য ছিল ভিলারিয়ালের৷ শুরু থেকে একাধিক সুযোগ পেলেও ৫৩ মিনিটে এগিয়ে যায় স্পেনের দলটি৷ সাত মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরান অ্যালেক্স তেরেস৷ তার পরেও ছন্দ খঁুজে পায়নি ম্যানচেস্টার৷ ১-১ ড্রয়েই খেলা শেষ হওয়ার দিকে এগোচ্ছিল৷

কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন রোনাল্ডো৷ দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে পঞ্চম গোলটি করে ফেললেন তিনি৷ ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে বসেই রোনাল্ডোর এই কীর্তির সাক্ষী থাকলেন স্যর অ্যালেক্স ফার্গুসন৷ তবে এ দিনও ম্যান ইউ-এর ছন্দহীন ফুটবল দলের কোচ সোলস্কজারকে যথেষ্ট চিন্তায় রাখবে৷

তবে রোনাল্ডোর সঙ্গেই এ দিন ম্যানচেস্টার ইউনাইডের তিন পয়েন্ট ঘরে তোলার পিছনে বড় অবদান গোলরক্ষক ডি গিয়া-র৷ প্রথমার্ধেই অন্তত দু’ বার দলের নিশ্চিত পতন রোধ করেন তিনি৷

এ দিনই চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে গত বারের চ্যাম্পিয়ান চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্তাস৷ আবার বেনফিকার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে বার্সেলোনাকে৷

আরও পড়ুন: RR vs RCB: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, মুম্বইয়ের পর রাজস্থান বধ কোহলিদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest