গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড ২০২০ জিতলেন রোনাল্ডো, যা নেই লিও মেসির কাছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে যুক্ত হল আর ও একটি পালক।৭৫০ গোলের রেকর্ডের যে রাতে করলেন অর্থাৎ বুধবার রাতে এই বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। প্রসঙ্গত ৩৫ বছর বয়সে তাঁর মুকুটে যুক্ত হল এই পালক।

বর্তমান ফুটবলে কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই নিয়ে আলোচনা সব সময়ই চলতে থাকে। দলগত এবং ব্যক্তিগত স্তরে যে কত পুরষ্কার পেয়েছেন, সে বিষয়ে হিসেব না করাটাই মঙ্গল। তবে এবার একটি বিষয়ে লিওনেল মেসিকে টেক্কা দিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ফুটবল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পুরষ্কার গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পেলেন পর্তুগালের এই মহাতারকা। রবার্ট লেওয়ানডস্কি এবং লিওনেল মেসিকে হারিয়ে রোনাল্ডো এই পুরষ্কার জিতেছেন। মূলত এই পুরষ্কার দেওয়া হয় বিশ্বের বাছাই করা ক্রীড়া সাংবাদিক এবং সমর্থকদের ভোটের নিরিখে।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, মারাত্মক অভিযোগ পাক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে

ফুটবল ইতিহাসে বিভিন্ন রেকর্ড ভাঙা-গড়াকে তিনি তাঁর নিত্যনৈমিত্তিক কাজে পরিণত করেছেন। প্রসঙ্গত কদিন আগেই করোনা থেকে মুক্তি পাওয়ার পরে করেছেন জোড়া‌ গোল। বয়স বাড়লেও মাঠের খেলায় ধার কমেনি ক্রিশ্চিয়ানোর। ডিনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ক্যারিয়ারে ৭৫০ গোলের রেকর্ড গড়েছেন। ১৭ গোল বেশি করে তাঁর সামনে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে।

গত ২০০৩ সাল থেকে এই গোল্ডেন ফুট পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার বিজেতার পায়ের ছাপ সোনায় মুড়িয়ে তা সংরক্ষিত করে রাখা হয় মোনাকোর মিউজিয়াম ‘দা চ্যাম্পিয়ন প্রমেনাদে’তে। গত বছর এই পুরষ্কার জিতেছিলেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ।

আরও পড়ুন: ISL 2020 : কৃষ্ণার অন্তিম মুহূর্তের গোলে জয়, জয়ের হ্যাটট্রিক ATK-মোহনবাগানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest