Roy krishna stays one more year with atk mohunbagan

Mohun Bagan Day: আত্মপ্রকাশ ‘অমর একাদশ’ রেট্রো জার্সির, থেকে গেলেন Roy Krishna

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ ২৯ জুলাই। সারা বিশ্বের সুবজ-মেরুন ফ্যানেদের কাছে অত্যন্ত গর্বের মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। কোভিড পরিস্থিতিতে (COVID-19) গতবারের মতো এবারও সেভাবে উদযাপনের পরিস্থিতিতে হাঁটতে পারল না গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। ভার্চুয়াল অনুষ্ঠানের পথই বেছে নিল ভারতের ঐতিহ্যবাহী ক্লাব।

বিশেষ দিনে ফ্যানেদের জোড়া উপহার দিল মোহনবাগান। এটিকে এমবি (ATK MB) মহাতারকা রয় কৃষ্ণ (Roy Krishna) থেকে গেলেন ক্লাবের সঙ্গে। ফিজির গোলমেশিনের সঙ্গে এটিকে মোহনবাগানের আরও এক বছরের চুক্তি হয়েছে। এ বারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিও রয় কৃষ্ণকে দলে চেয়েছিল। তাদের সঙ্গে কথাবার্তা অনেকদূর নাকি এগিয়েও গিয়েছিল। সেই দড়ি টানাটানিতে শেষ হাসি হাসল এটিকে মোহনবাগান। গত বছর প্রায় তিন কোটি টাকা পেয়েছিলেন তিনি। এ বার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিনিময়ে ৫মে রাতে সবুজ-মেরুনের সঙ্গে চুক্তি পাকা করেন রয় কৃষ্ণ।

গত দু’ মরসুম ধরেই এটিকে মোহনবাগানের প্রাণভ্রোমরা হয়ে উঠেছিলেন ফিজির তারকা স্ট্রাইকার। তাঁর হাত ধরেই কিন্তু এটিকে মোহনবাগান একের পর এক সাফল্যের মুখ দেখেছে। গত মরসুমে ২৩টি ম্যাচে তিনি ১৪টি গোল করেছেন। আরও ৮টি গোল করিয়েছেন।

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Nandu Natekar

এর পাশাপাশি  ১৯১১ সালের আইএফএ শিল্ডের রেট্রো জার্সি নতুনভাবে আত্মপ্রকাশ করল বৃহস্পতিবার। ক্লাব প্রাঙ্গনে সবুজ-মেরুণ পতাকা তুলেই দিনের সূচনা করেন ক্লাবের কর্মকর্তারা। এবার মোহনবাগান রত্ন পেলেন প্রয়াত শিবাজি বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। সেরা ফুটবলার হয়েছেন রয় কৃষ্ণ। গত মরসুমে বাগান জার্সি গায়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন ফিজির এই তারকা ফুটবলার। সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন এইমুহুর্তে ইংল্যান্ডে ভারতীয় দলে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

১০০ মিটার হার্ডেল ও হাই জাম্পে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় সেরা অ্যাথলিট হয়েছেন বিদিশা কুণ্ডু। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) অন্যতম সহ-সভাপতি হিসেবে বেছে নেওয়ার কথাও রয়েছে। এদিন রাত আটটায় বাংল ব্যান্ড ক্যাকটাস পারফর্ম করবে মোহনবাগান ক্লাবে। ফ্যানেরা ফেসবুকে সেই অনুষ্ঠান দেখতে পারবেন।

আরও পড়ুন: Tokyo 2020: পদকের আশা আরও উজ্জ্বল! শেষ আটে ভারতীয় বক্সার সতীশ কুমার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest