EURO 2020: প্রথম দল হিসাবে ইউরোর ইতিহাসে অনন্য নজির ডেনমার্কের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিজেদের প্রথম দু’টি ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল ডেনমার্কের। তবে ফুটবলদেবতা হয়তো তাঁদের সহায়ই ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাশিাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ক্রিশ্চিয়ান এরিকসেনের দল। সঙ্গে সঙ্গে শেষ ষোলোয় নিজেদের জায়গাও পাকা করে নেয়।

নিজেদের প্রথম দু’টি ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল ডেনমার্কের। তবে ফুটবলদেবতা হয়তো তাঁদের সহায়ই ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাশিাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ক্রিশ্চিয়ান এরিকসেনের দল। সঙ্গে সঙ্গে শেষ ষোলোয় নিজেদের জায়গাও পাকা করে নেয়।

আরও পড়ুন : করোনা আবহে ফের বাতিল অমরনাথ যাত্রা, থাকছে অনলাইন আরতির ব্যবস্থা

ডেনমার্কের পাশাপাশি, ম্যাচ হারলেও রাশিয়ার হয়ে ব্যক্তিগত নজির গড়েন দলের অধিনায়ক আরটেম ডাইজুবা। জাতীয় দলের সর্বকালে সর্বোচ্চ গোলদাতা (৩০) হওয়ার পাশাপাশি আরও এক নজির গড়লেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সোভিয়েত ইউনয়নের ভাঙনের পর তাঁর থেকে বেশি অন্য কোন রাশিয়ান ফুটবলারের বড় টুর্নামেন্টে গোলে অংশীদারিত্ব (চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট) নেই। তবে এতসব সত্ত্বেও খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে রাশিয়াকে।

রাশিয়া এ দিন ডেনমার্কের চেয়ে কিছুটা হলেও এগিয়ে ছিল। কারণ ডেনমার্ককে যেখানে বড় ব্য়বধানে ম্যাচ জিততেই হতো, সেখানে রাশিয়া ড্র করলেই পরের পর্বে চলে যেত। কিন্তু ড্যানিশ ঝড়ে রাশিয়া যেন একেবারে ছত্রখান হয়ে গেল। হয়তো দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছিল বলেই কোনও কিছু না ভেবে সোজা আক্রমণের পথ বেছে নিয়েছিল ডেনমার্ক। আক্রমণে আক্রমণে রাশিয়ার রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল তারা। যার ফল তারা হাতেনাতেই পেয়েছে।

 

আরও পড়ুন : Jammu and Kashmir: রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর, ২৪-এর বৈঠকে রূপরেখা জানাবেন মোদি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest