Samir Banerjee look for Wimbledon trophy.

Wimbledon: জুনিয়র খেতাব জিতলেন সমীর, প্রবাসী বাঙালি চ্যাম্পিয়ন পেল উইলম্বডন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রবাসী বাঙালি চ্যাম্পিয়ন পেল উইলম্বডন। নজির তৈরি করে জুনিয়র উইলম্বডন খেতাব জিতলেন মার্কিন নাগরিক সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে ভিক্টর লিলভভকে ৭-৫, ৬-৩ গেমে উড়িয়ে দিলেন তিনি।

জুনিয়র উইম্বলডনের সিঙ্গলসের সেমিফাইনালে সমীর ৭-৬, ৪-৬, ৬-২ হারিয়েছিল ফরাসি গুয়েমার্ভ ওয়েনবার্গকে। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন আমেরিকার ভিক্টর লিলভ। ফাইনালে লিলভকে কোর্টে দাঁড়াতেই দিলেন না প্রবাসী বাঙালি সমীর। সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলেও ডবলসে শনিবার হেরে যান সমীর। সিঙ্গলসের কঠিন ম্যাচের পর ডাবলসে খেলতে নামার ধকল একটা মূল ফ্যাক্টর ছিল। তবে রবিবার ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে তা সুদে আসলে পূরণ করে নিলেন এই প্রবাসী বাঙালি কিশোর।

আরও পড়ুন: Euro Cup 2020: সেমিফাইনাল ম্যাচ ঘিরে বড়সড় বিতর্ক, শাস্তির মুখে ইংল্যান্ড

বাঙালি হলেও সমীরের বেড়ে ওঠা অবশ্য আমেরিকায়। ছয় বছর থেকে টেনিস খেলা শুরু করেন সমীরা। দেখতে দেখতে ১১ বছর হয়ে গেল। কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমীর অবশ্য এখনও ঠিক করে ওঠেননি ভবিষ্যতে টেনিসকেই কেরিয়ার করবেন কিনা। এই বিষয়ে বাবা-মার পরামর্শ নিয়েই এগোতে চান তিনি।

আরও পড়ুন: Copa America Final: কান্নায় ভেঙে পড়লেন নেইমার, কাঁধে সান্ত্বনার হাত মেসির

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest