Sania Mirza: উইম্বলডনে ফিরে প্রথম ম্যাচেই সহজ জয় সানিয়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম বার ২০২০ সালে আয়োজন করা সম্ভব হয়নি উইম্বলডন প্রতিযোগিতা। ফলে ২ বছর পরে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সবুজ ঘাসে প্রত্যাবর্তন ঘটালেন সানিয়া মির্জা। আর প্রত্যাবর্তনেই জয়ের মুখ দেখলেন ভারতীয় টেনিস তারকা। আমেরিকার আর এক টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ডকে সঙ্গী করেই জয় নিশ্চিত করলেন তিনি।

বৃহস্পতিবার সানিয়া-বেথানি জুটি ৭-৫, ৬-৩ গেমে হারান অ্যালেক্সা গুয়ারাচি এবং ডেসারে ক্রচিক জুটিকে। ম্যাচ চলেছে এক ঘন্টা ২৮ মিনিট। তারা হারাল চিলির অ্যালেক্সা গুয়ারাচ্চি এবং আমেরিকার ডেসিরে ক্রজিক জুটিকে। লন্ডনের ৮ নম্বর কোর্টে খেলা হয় এই ম্যাচটি। গ্রান্ড স্ল্যামে ৩ বারের ডাবলস ও মিক্সড ডাবলস জয়ী সানিয়াদের বিরুদ্ধে সে ভাবে প্রতিরোধ প্রথম সেটে একটু গড়ে তুললেও, পরবর্তী সেটে আর তা সম্ভব হয়নি। প্রসঙ্গত ২০১৫ সালে উইম্বলডনে মহিলা ডাবলসের খেতাব জিতেছিলেন সানিয়া। এই মুহূর্তে ডাবলসে বিশ্ব ক্রমতালিকায় সানিয়ার স্থান ১৬০ নম্বরে।

আরও পড়ুন: Copa America 2021: জোড়া গোল! মেসি ম্যাজিকে ঝলসে গেল বলিভিয়া

পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া। দীর্ঘদিন পর জানুয়ারিতে হোবার্টে কোর্টে ফিরে আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতেন সানিয়া।  উইম্বলডনের মত বড় টুর্নামেন্টে নামার আগে চাপ যে ছিলই তা অনস্বীকার্য। তবে প্রথম ম্যাচে রীতিমতো ছন্দেই ছিলেন তিনি। বেশ কিছুবার তাঁর বিখ্যাত ফোরহ্যান্ডও দেখা যায়।

সামনের মাসে টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নামতে চলেছেন সানিয়া। ২৩শে জুলাই থেকে শুরু অলিম্পিক। সেখানে তাঁর পার্টনার অঙ্কিতা রায়না। অলিম্পিকের আগে উইম্বলডনে ভালো কিছু করতে মরিয়া ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী। টেনিসে তাঁর থেকে পদকের আশায় থাকবেন আপামর ভারতবাসী।

আরও পড়ুন: ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন কোহলিরা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest