এক বছর পর কোর্টে, জয় দিয়েই অভিযান শুরু করলেন সানিয়া মির্জা

মেয়েদের ডাবলসে ইউক্রেনের জুটি নাদিয়া কিচেনক-লুডমিলা কিচেনককে ৬-৪, ৬-৭, ১০-৫ হারালেন সানিয়া ও তাঁর স্লোভানিয়ান পার্টনার আন্দ্রেজা ক্লেপাক।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জয় দিয়েই কাতার টোটাল ওপেনে অভিযান শুরু করলেন সানিয়া মির্জা। মহিলাদের ডাবলসে তাঁর জুটি ছিলেন স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচ। খেলার ফল ৬-৪, ৬-৭ (৫-৭), ১০-৫। ইন্দো স্লোভানিয়ান জুটি হারান ইউক্রেনের নাদিয়া কিচেনক ও লিউদমিলা কিচেনককে। এক বছর পর দোহাতে খেলতে নেমে প্রথম ম্যাচে জয় পেলেন ভারতীয় টেনিস তারকা। শুরুতে ০-৩ ব্যবধানে পিছিয়ে গিয়েও দারুণ ভাবে ফিরে আসেন সানিয়ারা।

আজ যে নাদিয়ার বিরুদ্ধে খেললেন সানিয়া, মা হওয়ার পর কোর্টে ফিরে তাঁকে পার্টনার করেই নেমেছিলেন কোর্টে। হোবার্ট ওপেনে জিতেছিলেন গত বছর। এ দিন অবশ্য কিচেনক বোনদের বিরুদ্ধে শুরুতে সে ভাবে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না সানিয়ারা। প্রথম সেট ০-৩ পিছিয়ে থেকে জেতেন তাঁরা। পরের সেটে হেরে বসেন। তৃতীয় সেটে শুরুতে পিছিয়ে ছিলেন। সেখান থেকেই টাইব্রেকারে খেলা ঘুরিয়ে দেন দু’জন।

আরও পড়ুন: মনোজকে ‘আউট’ করতে বিজেপির ভরসা দিন্দা, গেরুয়া শিবিরে প্রাক্তন পেসার

সানিয়া নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান কোর্টে ফিরে তিনি একটা জয় চাইছিলেন, আত্মবিশ্বাস ফিরে পেতে। সেটাই হল। টুর্নামেন্টে এখন সেরা দেওয়াটাই লক্ষ্য ভারতীয় টেনিস তরকার।এই জয়ের ফলে কাতার টোটাল ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা।

আরও পড়ুন: মাঠের বাইরে নয়া মাইলস্টোন বিরাট কোহলির, কুর্নিশ জানাল ICC

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest