প্রথম ভারতীয় মহিলা প্লেয়ার হিসেবে নতুন নজির গড়তে চলেছেন সানিয়া মির্জা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টোকিয়ো অলিম্পিক্সের হাত ধরে নতুন নজির গড়তে চলেছেন সানিয়া মির্জা। প্রথম ভারতীয় মহিলা প্লেয়ার হিসেবে চতুর্থ বার অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন তিনি। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিক্স। সেখানে প্রথম ম্যাচ খেলতে নামলেই, প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

একটি সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ‘এই সময়ে নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি। আমার বয়স ৩০ পেরিয়ে গিয়েছে। তার পরেও আমি খেলে চলেছি। কত দিন আর খেলব, সেই নিয়ে ভাবি না। আমি আসলে প্রতিটা দিন ধরে এগোই। ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে করে রাখি না।’

ছেলে হওয়ার সময়ে প্রায় ৫২ সপ্তাহের বেশি কোর্টের বাইরে থাকার পর, ফের নিজের চেনা জগতে ফিরেছিলেন সানিয়া। গত বছরের জানুয়ারিতে তিনি কোর্টে ফেরেন। এবং প্রায় দু’বছর পর কোনও ডাবলস টুর্নামেন্টেও জয় পান। হোবার্টে সোনা জিতেছিলেন তিনি। এমন কী চার বছর পর টোকিয়ো অলিম্পিক্সের জন্য ভারত সরকারের ‘টপস’-এও ফিরে এসেছেন সানিয়া মির্জা।

আরও পড়ুন: বিশ্বসেরা হওয়ার হাতছানি ভারতীয় মহিলা তীরন্দাজি দলের সামনে, ফাইনালে মেক্সিকোর কঠিন চ্যালেঞ্জ

সামনেই উইম্বলডন এবং অলিম্পিক্স। দু’টিতেই অংশ নেবেন সানিয়া। তার জন্য কি বিশেষ কোনও প্রস্তুতি নিচ্ছেন? ৬টি গ্রান্ডস্লামজয়ী সানিয়া বলছিলেন, ‘কোর্টের ভিতরে তো অনুশীলন চলছেই। সেই সঙ্গে কোর্টের বাইরে শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করে চলেছি।’

এ দিকে ২০১৬ রিও অলিম্পিক্সের রোহন বোপান্না এবং সানিয়া জুটি  মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠলেও, অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। সেই অফসোস সানিয়ার এখনও রয়েছে। সানিয়া বলছিলেন, ‘ওই দিনটার কথা ভোলা সম্ভব নয়। আমার ক্যারিয়ারে সবচেয়ে যন্ত্রণার দিন। পদক জয়ের কাছে পৌঁছেও সেটা হাতছাড়া হয়েছিল।’

এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘অলিম্পিক্সে খেলাটা খুবই গর্বের। দেশকে প্রতিনিধিত্ব করি আমরা। টোকিয়ো অলিম্পিক্সে খেলতে নামলে সবচেয়ে বেশি অলিম্পিক্সে অংশ নেওয়া প্রথম মহিলা হব আমি।’ এ বছর অলিম্পিক্সে অঙ্কিতা রায়নার সঙ্গে ডাবলসে জুটি বাঁধছেন সানিয়া। সানিয়া মনে করেন, অঙ্কিতা খুবই পরিশ্রমী। এবং তাঁরা এ বার অলিম্পিক্সে সাফল্যও পাবে।

আরও পড়ুন: Copa America : হোটেলের ঘরে যৌনকর্মী এনে বিতর্কে চিলির ৬ ফুটবলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest