Site icon The News Nest

Sania Mirza: কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ ডাবলস খেতাব জিতলেন সানিয়া মির্জা

Sania Mirza and Shuai Zhang

ভারতের টেনিস সুপারস্টার সানিয়া মির্জা (Sania Mirza) কেরিয়ারের ৪৩তম ডব্লিউটিএ (WTA) ডাবলস খেতাব জিতলেন রবিবার। এদিন চেক প্রজাতন্ত্রে চিনা পার্টনার ঝাং শুয়াইয়ের সঙ্গে জুটি বেঁধে ওস্ট্রাভা ওপেন (Ostrava Open 2021) চ্যাম্পিয়ন হলেন সানিয়া।

এই মরশুমের শুরু থেকেই সময়টা ভাল যাচ্ছিল না সানিয়া মির্জার| মা হওয়ার পর কোর্টে ফিরে প্রথমবার হোবার্ট কাপ জিতেছিলেন তিনি| তারপর থেকেই সানিয়ার ট্রফি খরা| একের পর এক গ্র্যান্ডস্লাম থেকে অলিম্পিক্স| হতাশা নিত্যসঙ্গী হয়েছে সানিয়া মির্জার| টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে নেমেছিলেন সানিয়া। সেখানে তাঁর পার্টনার ছিল অঙ্কিতা রায়না। প্রথম রাউন্ডেই ছিটকে যান তাঁরা। সাইনি উইলসনের পর ভারতের দ্বিতীয় মহিলা অ্যাথলিট হিসেবে চতুর্থ অলিম্পিক্স খেলেন সানিয়া।

শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনেও ব্যর্থ হয়েই কোর্ট ছাড়তে হয়েছিল ভারতের তারকা মহিলা টেনিস খেলোয়াড়কে| পুত্রসন্তানের জন্মের পর এই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নেমেছিলেন ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী। মহিলা ডাবলসে মার্কিন সঙ্গী বেথানি ম্যাটেক-স্যান্ডসকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে হেরে যান সানিয়া। এরপর মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে শেষ ষোলোয় তাঁর অভিযান শেষ হয়।

জ্যাঙয়ের সঙ্গে জুটি বেধে ওস্ত্রাজা ওপেনে নেমেছিলেন সানিয়া মির্জা| শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তাঁরা| এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বাছাই এই ইন্দো-চায়না জুটি| ফাইনালে তাঁদের সামনে ছিল কিউই-মার্কিন জুটি|এক ঘন্টা চার মিনিটের লড়াইয়ে ক্যাটলিন-এরিন জুটিকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি জেতার স্বাদ পেলেন সানিয়া মির্জা| ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছেন সানিয়া ।

Exit mobile version