কতজনকে নেওয়া হবে? কোন দেশের কতজন ক্রিকেটার আগ্রহী? জেনে নিন IPL 2021 auction -এর ৭ তথ্য

আইপিএলের মিনি নিলাম সম্পর্কে সাতটি গুরুত্বপূর্ণ তথ্য।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আইপিএল ২০২১-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। নিলাম শুরু হবে দুপুর ৩টের সময়। বৃহস্পতিবার নিলামের জন্য ক্রিকেটারদের নাম নভিভুক্ত করার সময়সীমা শেষ হয়েছে। দেখে নেওয়া যার আইপিএল নিলামের খুঁটিনাটি।

১. ৮১৪ জন ভারতীয় ও ২৮৩ জন বিদেশি, সবমিলিয়ে ১০৯৭ জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করিয়ছেন।

২. ২০৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা, ৮৬৩ জন ঘরোয়া ও ২৭ জন সহযোগী দেশের ক্রিকেটার নিলামের অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

৩. ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২১জন ভারতীয় ও ১৮৬ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন তালিকায়।

আরও পড়ুন: PAK vs SA: ৩৪ বছরে অভিষেক! প্রথম টেস্টই ৫ উইকেট নিলেন নুমান আলি

৪. ইতিমধ্যেই আইপিএল খেলা ৫০ জন ভারতীয় ঘরোয়া ক্রিকেটার ও ২ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন তালিকায়।

৫. এখনও আইপিএল খেলেননি এমন ৭৪৩ জন ভারতের ঘরোয়া ক্রিকেটার ও ৬৮ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন।

৬. যদি আটটি ফ্র্যাঞ্চাইজি ২৫ জনের স্কোয়াড গড়ে নেয় তবে মোট ৬১ জন ক্রিকেটারের ভাগ্যে আইপিএলের বৃত্তে ঢুকে পড়ার সুযোগ মিলবে, যাঁদের মধ্যে ২২ জন বিদেশি ক্রিকেটার থাকবেন।

৭. বিদেশিদের মধ্যে সবথেকে বেশি ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ৪২, দক্ষিণ আফ্রিকার ৩৮, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০, নিউজিল্যান্ডের ২৯, ইংল্যান্ডের ২১, আমিরশাহির ৯, নেপালের ৮, স্কটল্যান্ডের ৭, বাংলাদেশের ৫, জিম্বাবোয়ের ২, আমেরিকার ২, আয়ারল্যান্ডের ২ এবং নেদারল্যান্ডসের ১ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়।

আরও পড়ুন: রুখাসুখা পাহাড়ের কোলে ঝকঝকে সবুজ মাঠ, বালুচিস্তানের এই স্টেডিয়াম দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest