বাংলাদেশের জার্সিতে এ বার খেলতে দেখা যাবে শাকিব আল হাসানকে। তাঁর নির্বাসন শেষ হয়েছে বুধবার। আজ, বৃহস্পতিবার থেকে মাঠে নামতে আর কোনও সমস্যা নেই বাংলাদেশের একনম্বর অলরাউন্ডারের।
শাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল, দুটি আন্তর্জাতিক ম্যাচ ও আইপিএলের একটি ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা তিনি জানাননি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে। ভুল স্বীকার করে নিলে গত বছরের ২৯ অক্টোবর শাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞার প্রথম বছরে আইসিসির কোনও আইন না ভাঙলে পরের এক বছরের শাস্তি উঠে যাবে। শাকিব অক্ষরে অক্ষরে নিয়ম মেনে চলায় এখন তিনি মুক্ত। তাঁর অপেক্ষায় দিন গুনছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
শাকিব নির্বাসিত হওয়ায় টি টোয়েন্টি দলের নেতৃত্বের ব্যাটন ওঠে মাহমুদুল্লাহর হাতে। দেশের সেরা অলরাউন্ডারের মুক্তির খবরে মাহমুদুল্লাহ বলেছেন, ‘‘ঘরের ছেলে ঘরে ফিরছে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের সেরা ক্রিকেটার শাকিব। ড্রেসিংরুমে ওর ফেরার অপেক্ষায় সবাই।’’
অন্যদিকে, সাকিবের মুক্তি মেলার ক্ষণে বুধবার রাতে ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে এবং পেছনে কখনো আর ফিরে তাকাতে হয়নি। গত বছর জোর ধাক্কা খেয়েছিলাম এটা জানতে পেরে যে, আমরা এক বছরের জন্য ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’
আরও পড়ুন : এমনও হয়! লন্ডন ফেরত চিকিৎসককে আড়াই কোটি টাকায় ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ বিক্রি ২ ঠগের
‘একত্রে কত স্মরণীয় স্মৃতি আমরা ভাগাভাগি করেছি, ভালো সময়গুলোকে খুব যত্ন করে লালন করেছি এবং কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়িয়েছি।’তিনি যোগ করেছেন, ‘আমার খুব ভালো লাগছে যে, একটা বছর শেষ হয়ে গেছে এবং ফের আমরা একসঙ্গে মাঠে নামতে পারব। তুমি সবসময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছ। তোমার সঙ্গে আরও ম্যাচ জেতানো জুটি গড়তে এবং জাতির জন্য আনন্দের উপলক্ষ এনে দিতে আমার তর সইছে না!’
আরও পড়ুন : আরোগ্য সেতুর ঢাক পেটালেন মোদী, কে তৈরি করেছে অ্যাপ? জানেই না সরকার