বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচেও লজ্জার হার অস্ট্রেলিয়ার (Australia)। আর এই ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan) অনন্য রেকর্ডের মালিকও হলেন। যে রেকর্ড বিশ্বের আর কোনও পুরুষ ক্রিকেটারের নেই।
Bangladesh win the #BANvAUS T20I series 4-1!
Shakib Al Hasan-led attack bowled Australia out for 62, guiding their side to a 60-run win ?
Scorecard: https://t.co/ap9nHpzYec pic.twitter.com/7WyjAmgiOv
— ICC (@ICC) August 9, 2021
এদিকে, শাকিবের অনন্য রেকর্ডের দিনে আবার লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এই ম্যাচে নিজেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রান করল অজিরা। এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২২ রান করেন শাকিবরা। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শাকিব চার উইকেট পাওয়ার পাশাপাশি মহম্মদ সইফুদ্দিন তিনটি উইকেট পান। এর ফলে ৬০ রানে ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।
First man to claim 100 wickets and score 1000 runs in T20Is ?
Shakib Al Hasan ?#BANvAUS pic.twitter.com/mRYo4DxfIZ
— ICC (@ICC) August 9, 2021