Site icon The News Nest

শ্বাসকষ্টের সমস্যা, ফের আইসিইউ-তে পেলে,‘চিন্তার কিছু নেই’ বলছেন মেয়ে

pele 2

তিন দিনেক আগেই আইসিইউ থেকে তাঁকে স্থানান্তিরত করা হয়েছিল। কিন্তু শ্বাসকষ্ট হওয়ার কারণে ফের আইসিইউ-তে দিতে হল পেলেকে। সাও পাওলোর যে হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে, তাদের তরফে জানানো হয়েছে, শ্বাসকষ্ট সমস্যা হলেও, এখন স্থিতিশীল কিংবদন্তি ফুটবলার।

কিছু দিন আগেই কোলনে টিউমার ধরা পড়েছিল পেলের। অস্ত্রোপচার করে সেটি বাদও দেওয়া হয়। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন ফুটবল সম্রাট। কিন্তু শ্বাসকষ্ট বাড়ার কারণে শুক্রবার তাঁকে ফের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

পেলের মেয়ে কেলি ন্যাসিমেন্টো জানিয়েছেন, তাঁর বাবা আগের চেয়ে সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেলি লিখেছেন, ‘স্বাভাবিক নিয়মেই সুস্থ হয়ে উঠছে। এই বয়সে এত বড় একটা অস্ত্রোপচার হলে পুরো সুস্থ হতে কিছুটা সময় লাগে। এই সময়ে কখনও ভাল থাকবে, কখনও বা খারাপ। আগের দিন একটু শরীর খারাপ হয়েছিল, তবে এখন ভাল আছে।’

এই খবরের পর স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে পেলে ভক্তদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা, সবাই জানতে চান কেমন আছেন পেলে? সবাইকে আশ্বস্ত করেছেন পেলের মেয়ে কেলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে লিখেছেন, ভালো আছেন তার বাবা।

শুক্রবার  রাতে তোলা ছবির ক্যাপশনে কেলি লিখেছেন, ‘আমি জানি না, বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার মেসেজ বক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আরও বাড়াতে চাই না।’

‘ছবিটি এই মাত্র তোলা। তার (পেলে) গায়ে ভেস্ট পরা এবং সান্তিস্তায় অনেক ঠাণ্ডা, যা তাকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’

Exit mobile version