মহিলাদের ১০ হাজার মিটারে নতুন বিশ্বরেকর্ড সিফান হাসানের

ইনস্টাগ্রামে তিনি নিজের একটি ছবি দিয়ে কোচ, ফিজিও, ম্যানেজারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।লিখেছেন, আলহামদুলিল্লাহ...
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মহিলাদের ১০ হাজার মিটারের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন নেদারল্যান্ডসের লং ডিসট্যান্স রানার সিফান হাসান। টোকিও অলিম্পিক্সের আগে এই সাফল্য নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দিল বিশ্বচ্যাম্পিয়নের। ১০ হাজার মিটারে তিনি সময় নিলেন ২৯ মিনিট ৬.৮২ সেকেন্ড। নিজের দেশ হেঙ্গালোতে কন্টিনেন্টাল ট্যুর মিটে নেমেছিলেন সিফান হাসান। সেখানেই তিনি নতুন রেকর্ড গড়লেন। টোকিয়ো অলিম্পিক্সের আগে তাঁর এই রেকর্ড নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা।

এর আগে এই রেকর্ডের দখল ছিল ইথিয়োপিয়ার আলমাজ আয়ানার কাছে। তিনি ২০১৬ রিও অলিম্পিক্সে দশ হাজার মিটারে সময় নিয়েছিলেন ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড। কিন্তু হাসান প্রায় ১০ সেকেন্ড কম সময় নিয়েছেন।এর আগে ২০১৯ সালে দোহায় সোনা জিতে তিনি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন হাসান। আর তার পরে এই রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ডাচ লং ডিসটেন্স রানার। এই রেকর্ড গড়ার পর সিফান হাসান বলেছেন, ‘হেঙ্গলোতে যে রেকর্ডটি গড়লাম, তার স্বপ্ন দেখতাম আমি। টোকিয়ো অলিম্পিক্সের জন্য যে কঠোর পরিশ্রম করেছি, তারই সুফল এই বিশ্বরেকর্ড। ডাচ ভক্তদের সঙ্গে এই রেকর্ডের কথা ভাগ করে নিতে পেরে খুব খুশি আমি।’

 

View this post on Instagram

 

A post shared by Sifan Hassan (@sifanhassan)

আরও পড়ুন: কালো জার্সিতে বৈষম্য বিরোধী বার্তা, লর্ডসে অভিনব প্রতিবাদ জো রুটদের

ইনস্টাগ্রামে তিনি নিজের একটি ছবি দিয়ে কোচ, ফিজিও, ম্যানেজারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি ইথিয়োপিয়ার আলমাজকে ট্যাগ করে লিখেছেন, ‘এই বিশ্বরেকর্ড ভাঙা সত্যি খুবই কঠিন ছিল। তবে চেষ্টা করেছি, আলমাজ আয়ানার মতো কিংবদন্তিকে অনুপ্রেরণা করে এগিয়ে যেতে।’

এর আগেও সিফান হাসান মাইল, এক ঘণ্টার ইভেন্ট ও পাঁচ কিলোমিটারের রোড রেসের রেকর্ডও গড়েছেন। তবে ১০ হাজার মিটারে বিশ্বরেকর্ড করা নিঃসন্দেহে বিশাল বড় প্রাপ্তি। এখন দেখার, হাসান টোকিয়ো অলিম্পিক্সে নতুন কোনও রেকর্ড গড়তে পারেন কিনা!

আরও পড়ুন: French Open 2021: জিতেও সরে যাওয়ার কথা ভাবছেন রজার ফেডেরার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest