'Silver Girl' Chanu caught in traditional Manipuri saree, fascinated net world

Mirabai Chanu: ট্র্যাডিশনাল মণিপুরি শাড়িতে ধরা দিলেন ‘রুপোর মেয়ে’ চানু, মুগ্ধ নেটদুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একেবারে অন্য অবতারে মীরাবাঈ চানু (Mirabai Chanu)! অলিম্পিক্স রুপোজয়ী ভারোত্তোলককে দেখা গেল ট্র্যাডিশনাল মণিপুরি শাড়িতে। যে ছবি দেখে সকলেই চমকে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে চানু টুইটারে এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়।

পেছনে পাহাড় আর চারদিকে সবুজের মাঝে হাল্কা রঙের শাড়িতে অন্য রকম লাগছে চানুকে। ছবি আপলোড করে চানু লেখেন, ‘সাবেকি সাজ আমার খুব ভাল লাগে।’

আরও পড়ুন: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কিউয়ি তারকা Chris Cairns, রয়েছেন লাইফ সাপোর্টে

ইম্ফলের বছর ছাব্বিশের চানু কর্নম মালেশ্বরীর পর ভারতের দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছেন। মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ৬৯ কেজি বিভাগে। ২১ বছর পর ভারতকে ভারোত্তোলনে পদক এনে দিয়ে ইতিহাস লিখেছেন চানু।

৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চিনের ঝিহুই হউ। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্বরেকর্ড ধারী চানু ২০২ পয়েন্ট পেয়েছিলেন। হউয়ের প্রাপ্ত ছিল পয়েন্ট চানুর থেকে ৮ বেশি। চানু মোট ২০২ কেজি ভারোত্তোলন করেছিলেন ৪৯ কেজি বিভাগে। স্ন্যাচে ৮৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি ভার কাঁধে নেন তিনি। তৃতীয় স্থানে শেষ করেছিলেন ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।

টোকিয়ো অলিম্পিক্স থেকে সাতটি পদক এনেছে ভারত। তার প্রথমটি জেতেন চানু।

আরও পড়ুন: আমিরশাহি নামার অনুমতিই নেই সিএসকের! IPL-এর আগেই ঝামেলায় ধোনিরা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest