ফের বুকে ব্যথা। বাড়ি ফেরার তিন সপ্তাহের মধ্যে আবারও হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ দুপুরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় মহারাজকে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর আপাতত স্থিতিশীল সৌরভ। আগামিকাল তাঁকে দেখতে আসছেন বিশিষ্ট চিকিত্সক দেবী শেঠি। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতেই স্টেন্ট বসবে সৌরভের হার্টে। রাতে মহারাজা স্যুইটে আছেন সৌরভ।
উডল্যান্ডস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার ২০ দিনের মাথায় ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। এদিন তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। সৌরভের শারীরিক অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে অনুরাগীদের।এদিন বিকেলে হাসপাতালের তরফে জানানো হয়, সৌরভের (Sourav Ganguly) অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর মেডিক্যাল চেক-আপ হয়েছে। এখন ভালই আছেন।
আরও পড়ুন: আপাতত স্থগিত ৭২ ঘণ্টার বাস ধর্মঘট, ৩ দিনের বাস ধর্মঘট প্রত্যাহার
আগামিকালই তাঁকে হাসপাতালে দেখতে আসবেন ডা. দেবী শেঠী। গতবার বুকে ব্যথা নিয়ে সৌরভ যখন উডল্যান্ডস হাসপাতালে ভরতি হয়েছিলেন, সেই সময়ও স্টেন্ট বসার পর তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছিলেন বিখ্যাত এই চিকিৎসক। এবার তাঁর উপস্থিতিতেই বসবে স্টেন্ট।
এদিকে, সৌরভকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বৈশালী ডালমিয়া জানান, “দাদা একদম ভাল আছেন। কথা বলেছি। ভাল করে ঘুম হয়নি। সেই জন্যই একটু দুর্বল হয়ে পড়েছিলেন। এখন ঠিক আছেন। এখনও পর্যন্ত যা যা টেস্ট হয়েছে, সমস্ত রিপোর্ট নর্মালই আছে।” সঙ্গে এও বলেন, সদ্যই যেহেতু সৌরভের হার্টে স্টেন্ট বসেছে, ফলে সমস্ত চেক-আপ করাতেই হত। তাই চিন্তার কোনও কারণ নেই। সৌরভ কোনও পরিস্থিতিতেই যে আতঙ্কিত হয়ে পড়েন না, সে কথাও জানান বৈশালী।
আরও পড়ুন: ওজন কমাতে চাইছেন? জেনে নিন ঠিক কখন খেতে হবে রাতের খাবার