Site icon The News Nest

Sourav Ganguly: গেঞ্জি-জাঙিয়া থেকে ফ্যান্টাসি ক্রিকেট! বিজ্ঞাপনের বাড়বাড়ন্তই কি কাল হল সৌরভের?

WhatsApp Image 2022 10 13 at 2.55.38 PM

সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয়বার বোর্ডের শীর্ষ পদে ফিরে আসার বাধা সরার পরও ফিরছেন না মহারাজ (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই (BCCI) প্রশাসক হিসেবে তিন বছর সফলভাবে রাজত্ব করার পরও আচমকাই ফুরিয়ে যেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সভাপতি পদের মেয়াদ। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। শ্রীনিবাসন সহ বোর্ড কর্তারা মূলত তাঁর বিজ্ঞাপনী প্রচার কেরিয়ার নিয়ে আঙুল তুলেছেন বলে দাবি সূত্রের।

বোর্ড কর্তাদের মতে, By’Jus -এর মতো কোম্পানি বিসিসিআই (BCCI)-এর অফিসিয়াল কোম্পানি, সেখানে বোর্ড সভাপতিকে Class Plus বলে আরেকটি অনলাইন এডুকেশন কোচিং সংস্থার হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। এছাড়া বোর্ডের স্পনসর Vivo, Dream 11 -এর মতো সংস্থার প্রতিদ্বন্দ্বী Xiaimi, MyCircle 11-এর বিজ্ঞাপনে প্রচার মুখ মহারাজ। সংশ্লিষ্ট মহলের মতে, এই পয়েন্টটিই বিরোধীদের কাছে হয়ে দাঁড়ায় সৌরভ বিদায়ের ব্রহ্মাস্ত্র।

আরও পড়ুন: ২৪ বছরের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ইতি টানার কথা জানিয়ে দিলেন রজার

একাধিক প্রচার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে সৌরভকে কটাক্ষ করেছেন CAB-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। তাঁর অভিযোগ, ”বোর্ড প্রেসিডেন্ট বিজ্ঞাপন দিচ্ছে সেটা ভালো দেখায় না। এটা একটা এথিক্স, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে করব কিনা। বোর্ডের মিটিংয়ে আলোচনা হয়েছে একজন প্রেসিডেন্ট এভাবে প্রচার করতে পারেন না। আজ যদি দেখি মুখ্যমন্ত্রী বিজ্ঞাপন দিচ্ছেন। সেটা কী ভালো হবে?”

এখানেই শেষ নয় CAB-র প্রাক্তন সচিবের খোঁচা, ”এরপর ও বলবে রোজগার কী করে হবে। ও যা রোজগার করেছে তাতে ১০ পুরুষ বসে খাবে। এটা পুরোটাই এথিক্সের ব্যাপার। একজন বাঙালি হিসেবে আগামীদিনে ওকে ICC-র চেয়ারম্যান পদে দেখতে চাই। শুধু একটাই অনুরোধ ICC চেয়ারম্যান হলে দয়া করে গেঞ্জি,জাঙ্গিয়া, মোজা এসবের বিজ্ঞাপন করবেন না। এতে ক্রিকেটের ও প্রসাশক পদের গরিমা নষ্ট হয়।”

আরও পড়ুন: Tai Emery: জেতার আনন্দে রিংয়ে উঠে ঊর্ধ্বাঙ্গ নগ্ন করলেন মহিলা বক্সার! ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়

 

Exit mobile version