Sourav Ganguly set to replace Anil Kumble as Cricket Committee chairman of ICC

কুম্বলের জায়গায় ICC-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সৌরভ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এ বার কি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের লক্ষ্য আইসিসি-র মসনদ? তারই কি প্রথম পদক্ষেপ আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষো। অনিল কুম্বলের জায়গায় আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ। এমনটাই সূত্রের খবর। সৌরভ এর আগে আইসিসি-র ক্রিকেট কমিটিতে ছিলেন। বর্তমানে যে ক্রিকেট কমিটি রয়েছে, তার পর্যবেক্ষক ছিলেন সৌরভই। এ বার তিনি চেয়ারম্যান হয়ে গেলেন।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের মেয়াদ শেষে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কুম্বলেকে। ২০১৬-য় দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান করা হয় জাম্বোকেই। তৃতীয়বারও তাঁর উপরই ভরসা রেখেছিল আইসিসি।  ন’বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এ বার তাঁর জায়গায় আসতে চলেছেন তাঁরই সতীর্থ সৌরভ।

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়ার অর্থ ক্রিকেটের নিয়মাবলির দেখভাল করা। বিসিসিআই প্রেসিডেন্ট পদে থেকেই চেয়ারম্যানের দায়িত্বও নাকি সামলাবেন সৌরভ। এমনকী কর সংক্রান্ত দায়িত্বও নাকি এবার ভারতীয় বোর্ডের সঙ্গে ভাগ করে নিতে চলেছে আইসিসি।

প্রসঙ্গত, আগামী দশ বছরে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) মিলিয়ে চারটি আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হবে ভারতে। তার জন্য ভারত সরকারকে কর দেবে আইসিসি। সেক্ষেত্রে আবার কেন্দ্রের তরফে কর ছাড় পাওয়ার কথা ভারতীয় বোর্ডের। তাই আইসিসি কর সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের সঙ্গে ভাগ করে নিলে, তা নিঃসন্দেহে বোর্ডের জন্য সুখবর।

এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভের দায়িত্ব যে আরও খানিক বাড়তে চলেছে, তাতে সন্দেহ নেই। আইসিসি ক্রিকেট কমিটির কাজের মধ্যে অন্যতম বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়ম-কানুন ঠিক মতো মেনে চলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা। মূলত প্রশাসনিক কাজই করে থাকে এই কমিটি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest