Site icon The News Nest

অস্ট্রেলিয়ায় ভারতকে দাদাগিরি শিখিয়েছিলেন সৌরভ, স্বীকার করলেন অজি তারকা

sg

অ্যাডিলেডে ৩৬ রানের মহাবিপর্যয় কাটিয়ে মেলবোর্নে ৮ উইকেটে টেস্ট জয়। মেলবোর্নে প্রত্যাঘাতের পর সিডনিতে শেষ দিনে চারশোর বেশি রান তাড়া করতে নেমে দাঁতে দাঁত চেপে মহাকাব্যিক লড়াই। সিরিজ এখন ১-১। চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া অজিদের বিরুদ্ধে সম্মুখ সমরে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর অস্ট্রলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে এই লড়াইয়ের বীজ বপন করেছিলেন  ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এমনই মত প্রাক্তন অজি স্পিনার ব্র্যাড হগের।

সিডনিতে বর্ণবিদ্বেষমূলক মনৃতব্যে ‘আক্রান্ত’ হওয়ার পরেও অজিদের বিরুদ্ধে অদম্য জেদ এবং দায়বদ্ধতার উদাহরণ রেখে পঞ্চম দিনে বিহারী, অশ্বিনদের চেপে লড়াকু ড্র শুধু ভারতীয় ক্রিকেট নয় সারা বিশ্বের ক্রিকেট ইতিহাসে বিরল। ভারতীয়দের এমন লড়াইয়ের পর সৌরভের প্রসঙ্গ টেনে এনে ব্র্যাড হগ তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

আরও পড়ুন: গ্যাস বেলুনে চেপে মহাকাশে পাড়ি দিল সিঙারা! কিন্তু পৌঁছল কি? দেখুন ভিডিও…

হগ বলেন ‘ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লড়াকু মানসিকতা সৌরভই প্রথম ঢুকিয়ে দিয়েছিলেন।ওর সময় থেকেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অজিদের ইটের জবাব পাটকেল দিয়ে ফিরিয়ে দিয়েছে। সেই ধারা বজায় রেখেই এই সিরিজে রাহানেদের শরীরী ভাষায় তারই প্রতিফলন দেখা যাচ্ছে। সৌরভ টস করতে দেরি করে নেমে স্টিভ ওয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। অজিরা কখনো নিজেদের মাটিতে চ্যালেঞ্জের মুখে পড়তে ভালবাসেন না। নিজেদের মাটিতে অজিরা কখনো হারতে চান না। অজিভূমে অজিদের দাপট কমানোতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সৌরভ।’

প্রসঙ্গত, চতুর্থ টেস্টের ভেন্যু ব্রিসবেনেই ১৪৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ঐতিহাসিক সিরিজের সুর বেঁধে দিয়েছিলেন সৌরভ। বাকিটা ইতিহাস। তেমনই কিছু এবার ভারতীয় দল সেখানে করতে পারে কিনা, এটাই দেখার।

আরও পড়ুন: বাবুলের বিতর্কিত সেই টুইটের ‘যোগ্য’ জবাব দিলেন হনুমা বিহারী

Exit mobile version