লর্ডসে নতুন ইতিহাস, সৌরভের ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কিউয়ি ওপেনার

সবচেয়ে আশ্চর্যের, দু’জনের জন্মদিনই আবার ৮ জুলাই। দু’জনেই বাঁ-হাতি ব্যাটসম্যান
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ডিভন কনওয়ে। লর্ডসে অভিষেক টেস্টেই শতরান করলেন কিউয়ি ওপেনার। ২৫ বছর আগে ১৯৯৬ সালে লর্ডসের মাঠে নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বছর সেই রেকর্ড অক্ষত ছিল।

লর্ডসের বুকে অভিষেকেই সৌরভের করা সেঞ্চুরি লেখা আছে ইতিহাসের খাতায়। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই লর্ডসের অনার বোর্ডে নাম তুলেছিলেন সৌরভ।৩০১ বলে ১৩১ রানের সেই ইনিংসে ২০টি বাউন্ডারি মেরেছিলেন বর্তমান বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট। ঠিক ২৫ বছর পরে আরও এক জুন মাস। ১৯৯৬ সালে মহারাজের করা সেই রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের আগমন বার্তা দিয়ে দিলেন কিউয়ি তারকা কনওয়ে।

আরও পড়ুন: Indian Cricket: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড BCCI-ই, অতিমারীর মধ্যেও তাদের আয় কত জানেন?

কিউই ওপেনার লর্ডসের মাঠে অভিষেক ম্যাচে খেলতে নেমেই অপরাজিত আছেন ১৩৬ রানে। তাঁর ২৪০ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার। আপাতত সৌরভকে (Sourav Ganguly) টপকে লর্ডসের মাঠে অভিষেকে কোনও বিদেশি ক্রিকেটারের করা সর্বোচ্চ রান এটিই। অর্থাৎ কনওয়ে ভেঙে দিলেন সৌরভের ২৫ বছর পুরনো রেকর্ড। লর্ডসে বুধবার ৫৫৪ দিন পরে ফিরেছে ক্রিকেট। আর প্রথমদিনের শেষে কিউয়িদের স্কোর ৩ উইকেটে ২৬৪ রান। মূলত কনওয়ের ১৩৬ রানের সুবাদেই ব্যাটিং ব্যর্থতা ভুল ঘুরে দাঁড়াতে পেরেছে কিউয়িরা।

সবচেয়ে আশ্চর্যের, দু’জনের জন্মদিনই আবার ৮ জুলাই। দু’জনেই বাঁ-হাতি ব্যাটসম্যান। লর্ডসের মাঠে ইংল্যান্ডের বাইরে তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের টেস্ট কেরিয়ারের অভিষেকেই সেঞ্চুরির নজির গড়লেন কনওয়ে। অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম সবার আগে এই নজির গড়েছিলেন। ১৮৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে ১০৭ রান করেন হ্যারি গ্রাহাম।

আরও পড়ুন: কালো জার্সিতে বৈষম্য বিরোধী বার্তা, লর্ডসে অভিনব প্রতিবাদ জো রুটদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest