পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ! ম্যাচ সেরার পুরস্কার পাঁচ লিটার পেট্রোল

এটা ভারত, এখানে কার্যত 'অসম্ভব' বলে কিছু নেই! তাও আবার যদি ক্রিকেট হয়, তাহলে তো কথাই নেই৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জ্বালানি তেলের দাম চড়চড় করে বাড়ছে। নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমন অবস্থায় দেখা গেল অভিনব প্রতিবাদ। এবার ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হল পাঁচ লিটার পেট্রোল! একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন ক্রিকেট ব্যাট এবং হেলমেট হাতে উদযাপন করছেন পেট্রোল পাম্পের কাছে।

এবার পেট্রোলের দাম বাড়ার ইস্যু ছুঁয়ে ফেলল ক্রিকেট মাঠকেও। ভূপালের একটি ক্রিকেট টুর্নামেন্ট পেট্রোলের মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে অভিনব কান্ড ঘটাল। ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার হিসাবে দেওয়া হল পাঁচ লিটার পেট্রোল। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই টুর্নামেন্ট আয়োজন করেছিলেন স্থানীয় কংগ্রেস নেতা মনোজ শুক্লা। রবিবারই ফাইনাল ম্যাচ খেলা হল। ম্যান অফ দ্য ম্যাচ হলেন সালাউদ্দিন আব্বাসি।

এই সময়েই একটি ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন ক্রিকেট ব্যাট এবং হেলমেট হাতে উদযাপন করছেন পেট্রোল পাম্পের কাছে। শতরান করার পর যেমন করে ব্যাটসম্যানরা সেলিব্রেট করেন আর কী! পেট্রোল সেঞ্চুরি করতে চলল, সেই বার্তা দিতেই এই ‘পোজ’!

আরও পড়ুন: মাঠের বাইরে নয়া মাইলস্টোন বিরাট কোহলির, কুর্নিশ জানাল ICC

পেট্রোলিয়ামজাত পন্যের দাম উত্তরোত্তর বৃদ্ধির ফলে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম চড়চড় করে বাড়ছে। ফলে কেন্দ্রীয় সরকারকে নিয়মিত আক্রমণ করছে বিরোধী দলগুলি।কেউ মজাদার মিমও শেয়ার করছেন। কিছুদিন আগেই কারুর জেলায় একটি পেট্রোল পাম্পের তরফে ঘোষণা হয়েছিল, যাঁরা ‘থিরুককুরাল’ অর্থাৎ কোন ভুল ছাড়াই আবৃত্তি করতে পারবেন, তাদের বিনামূল্যে পেট্রোল দেওয়া হবে।

আরাভাকুরুচির কাছে নাগামপল্লি গ্রামের সেই পেট্রোল পাম্পের মালিক ভাল্লুভার এজেন্সিস। থিরুভাল্লুভার দিবস উপলক্ষ্যে উদযাপন করার জন্য গত ১৬ জানুয়ারি এই অফার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: WB Election 2021: মোদীর ব্রিগেডে থাকছেন সৌরভ? জল্পনা বাড়াল বিজেপি নেতৃত্ব, কি জবাব দিলেন সৌরভ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest