পাকিস্তানে নয়! এশিয়া কাপ হতে পারে ভারতের এই প্রতিবেশী দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: করোনা সংক্রমণের কারণেই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বছরে সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে করার পরিকল্পনা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় বিসিসিআই। তাই ভেনু পরিবর্তন নিয়ে মার্চের শুরুতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন: হাঁটুর চোটে মরশুম শেষ, চলতি বছর কোর্টে নামতে পারবেন না ফেডেরার

এদিকে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পাকিস্তান থেকে সরে এশিয়া কাপ দুবাইতে হতে পারে বলেও অনেকে মনে করছেন। কিন্তু সূত্রের খবর, পাকিস্তান কিংবা দুবাই নয়, এশিয়া কাপ আয়োজনে আসরে নেমে পড়েছে এবার নতুন দেশ।

জি নিউজের দাবি, এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২০১৮ সালেই আরব আমিরাতে বসেছিল এশিয়া কাপের আসর। তাই পাকিস্তান থেকে সরে এবার শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জুনের শেষ সপ্তাহে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এসিসি।

আরও পড়ুন: বিরাট কোহালির শরীরে আছে ১১টি ট্যাটু, জেনে নিন সেগুলোর মানে

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest