১ ওভারে ৬ ছক্কা! ব্যাটে আগুন ঝরিয়ে রেকর্ড বইয়ে উঠলেন তারকা অলরাউন্ডার

সেই ম্যাচেই ৩১ বছরের তারকা অলরাউন্ডার ১৩ বলে ৫২ রান করে যান। ৪০০ স্ট্রাইক রেটে ৮টা ওভার বাউন্ডারিও হাঁকালেন তিনি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন থিসারা পেরারা। প্রথম সিংহলি ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে এক ওভারের ৬টি বলে ৬টি ছক্কা হাঁকালেন তারকা অল-রাউন্ডার।

পানাগোদায় আর্মি ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া লিস্ট-এ ক্রিকেট চলছিল। সেই টুর্নামেন্টেই গ্রুপ-এ’তে শ্রীলঙ্কান আর্মি দলের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড এথলেটিক ক্লাব।

সেই ম্যাচেই ৩১ বছরের তারকা অলরাউন্ডার ১৩ বলে ৫২ রান করে যান। ৪০০ স্ট্রাইক রেটে ৮টা ওভার বাউন্ডারিও হাঁকালেন তিনি। সাতটা বাউন্ডারি এবং আটটি ছক্কার সাহায্যে আশান রান্ডিকা ১২৪ রান করার পরে আউট হয়ে যান উসমান ঈশাকের বলে। তারপরেই ব্যাট করতে নামেন থিসারা পেরেরা। সেই সময় ইনিংসের মাত্র ২০ বল বাকি ছিল। তবে সেই সময়েই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়ে যান তিনি।

৩৯ ওভারের শেষ বলে ছক্কা হাঁকান শুরু করেন তিনি। তারপর ৪০ তম ওভারের দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি বেরোয় তাঁর ব্যাট থেকে। শেষ ওভারে দিলহান কুরের ছয় বলে ছটা ছক্কা মারেন পেরেরা। দিলহান নিজের ৪ ওভারের ১৮.২৫ ইকোনমি রেটে ৭৩ রান খরচ করে বসেন।

আরও পড়ুন: জল্পনায় পূর্ণচ্ছেদ…KKR-এর ‘ঘরের মেয়ে’ সঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ, দেখুন বিয়ের ছবি

পেরেরার ব্যাট হাতে গর্জনের জেরেই শ্রীলঙ্কান আর্মি দল ৪১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৮ তোলে স্কোরবোর্ডে। পরে অবশ্য বল নিয়ে হাত ঘোরানোর সুযোগ আসেনি তাঁর। তা সত্ত্বেও কলম্বোর এই ক্রিকেটারের শিরোনামে উঠে আসা আটকায়নি।

১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে একই ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন স্যার গ্যারফিল্ড সোবার্স। আন্তর্জাতিক ক্রিকেটে এই কৃতিত্ব প্রথম অর্জন করেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ক্যারিবীয় মুলুকে ২০০৭ বিশ্বকাপে এই নজির গড়েন তিনি। টি২০-তে এরপরেই যুবরাজ সিং প্রথমবার স্টুয়ার্ট ব্রডকে একই ওভারে পিটিয়ে ৩৬ তোলেন। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেই রেকর্ড স্পর্শ করেছিলেন কায়রণ পোলার্ড।

আরও পড়ুন: IPL 2021: টিম হোটেলেই হোলির হুল্লোড়, আবির খেলায় মাতল KKR

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest