SS Hakim: The late Olympian and former football coach Syed Shahid Hakim

SS Hakim: প্রয়াত অলিম্পিয়ান ও প্রাক্তন ফুটবল কোচ সৈয়দ শাহিদ হাকিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় ফুটবলের আরও এক নক্ষত্র পতন। মারা গেলেন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার তথা প্রাক্তন জাতীয় কোচ সৈয়দ শাহিদ হাকিম। কর্ণাটকের গুলবার্গার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন তারকা। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলমহলের প্রিয় ‘হাকিম সাব’। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।

১৯৬০ সালের রোম অলিম্পিক্সে যে ভারতীয় দল অংশ নিয়েছিল, সেই দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবেও অনেক দিন কাজ করেছেন শাহিদ হাকিম। ১৯৮৮ সালে দোহায় আয়োজিত হওয়া এএফসি এশিয়ান কাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ১৯৮২ সালে এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলের সহকারী কোচ ছিলেন। শাহিদ হাকিমের আত্মার শান্তি কামনায় এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল বলেন, ‘এটা সত্যিই খুব খারাপ খবর যে হাকিম সাব আর বেঁচে নেই আমাদের মধ্যে। ভারতীয় ফুটবলের স্বর্ণালী অধ্যায়ের সময় উনি খেলেছিলেন। ভারতীয় ফুটবলে তাঁর অবদান কখনওই ভোলার নয়।’

আরও পড়ুন: নেটমাধ্যমে লম্বা পোস্ট Cristiano Ronaldo-র, রিয়ালে ওয়াপসি নিয়ে কি জানালেন তিনি?

হায়দরাবাদের সিটি কলেজ ওল্ড বয়েজ স্কুলে খেলেছিলেন শাহিদ হাকিম। ১৯৬০ সালের সন্তোষ ট্রফির স্কোয়াডেও ছিলেন তিনি। ইন্ডিয়ান এয়ার ফোর্সের হয়েও খেলেছেন এই প্রাক্তন ফুটবলার। সর্বভারতীয় ফুটবল ফেডারশনের সাধারণ সচিব কুশল দাস বলেন, ‘হাকিম সাহেব একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। পরবর্তী অনেক প্রজন্মের জন্য তিনি একজন অনুপ্রেরণা। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

প্রাক্তন এই ফুটবলার কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। ১৯৯৮ সালে ডুরান্ড কাপে তাঁর কোচিংয়েই মাহিন্দ্রা চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া সালগাঁওকর এসসি, হিন্দুস্তান এফসি ও বেঙ্গল মুম্বই ক্লাবের কোচ ছিলেন। ২০১৭ সালে শাহিদ হাকিমকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয়। ২০১৭ সালে ভারতের মাটিতে হওয়া অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রোজেক্ট ডিরেক্টরের ভূমিকায় দেখা গিয়েছিল সৈয়দ শাহিদ হাকিমকে।

আরও পড়ুন: ইস্ট বেঙ্গলের সঙ্গে বিচ্ছেদের পথেই হয়ত হাঁটছে শ্রী সিমেন্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest