Sumit Nagal beaten by Daniil Medvedev’s absolute masterclass in Round 2

Tokyo Olympics 2020: বিশ্বের দু’নম্বর মেদভেদেভের বিরুদ্ধে স্ট্রেট সেটে হার সুমিত নাগালের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চলতি টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে সিঙ্গলস জেতার ইতিহাস লিখেছিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। জিশান আলি (Zeeshan Ali),লিয়েন্ডার পেজের (Leander Paes) পর এই নজির গড়েছিলেন নাগাল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠে বিশ্বের ২ নম্বর ড্যানিল মেদভেদেভের কাছে হেরেই অলিম্পিক্স থেকে বিদায় নিলেন নাগাল। মেদভেদের পক্ষে ফল ৬-২, ৬-১।

ম্যাচ জিততে মেদভেদেভের এদিন সময় লাগে মাত্র ৬৬ মিনিট ৷ বিশ্বের দু’নম্বরের সঙ্গে ১৬০ নম্বর নাগালের অসম লড়াইয়ের ফলাফল যা প্রত্যাশা করা হয়েছিল শেষপর্যন্ত তাই ঘটেছে ৷ প্রথম রাউন্ডে জিতে ভারতকে টেনিসে পদক জয়ের আশা জাগালেও দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতেই ব্যর্থ সুমিত নাগাল ৷

আরও পড়ুন: Tokyo 2020: হতাশ করলেন মনিকাও! অস্ট্রিয়ার বিরুদ্ধে হেরে বিদায় ভারতীয় টেবল টেনিস তারকার

নিয়মিত এটিপি ট্যুর খেলারই সুযোগ পান না সুমিত ৷ সেখানে তাঁর পক্ষে মেদভেদেভকে হারানোটা যথেষ্ট কঠিন কাজই ছিল ৷ এদিন ম্যাচে সুমিতকে প্রায় দাঁড়াতেই দেননি রাশিয়ার মেদভেদেভ ৷ ম্যাচের প্রথম গেমেই নিজের সার্ভিস ব্রেক করেন নাগাল ৷ তাঁর ব্যাকহ্যান্ডের শট গিয়ে লাগে নেটে ৷ আর ম্যাচটি শেষ হয় তাঁর ফোরহ্যান্ড, যা বেসলাইন টপকে গিয়ে পড়ে ৷ মেদভেদেভের পাওয়ার টেনিসের বিরুদ্ধে কোনও জবাবই ছিল না ভারতীয় খেলোয়াড়ের কাছে ৷ ফলে সহজেই ম্যাচ জিতে নেন রাশিয়ান তারকা ৷

এদিন বিশ্বের ২ নম্বর ও ১৬০ নম্বরের লড়াইয়ের ফারাকটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। মেদেভেদেভ বিদ্যুৎ গতির স্ট্রোক আর সার্ভের সামনে নাগাল কার্যত মাটি পাচ্ছিলেন না। রুশ প্রতিদ্বন্দ্বীকে নাগালকে হারানোর জন্য তাঁর ‘এ’ গেম খেলতে হয়নি। ৬৬ মিনিটের মধ্যে আরিয়াকে টেনিস সেন্টারের এক নম্বর কোর্টে খেলা শেষ করে দেন। অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স মেদভেদেভ একাধিপত্য নিয়েই খেললেন পুরো ম্যাচ।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: শ্যুটিংয়ে হতাশ করলেন মনু-যশস্বিনীরা! ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest