‘অবসর ঘোষণার পর দুজনে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম’, ধোনির সঙ্গে কেন অবসর নিলেন জানালেন রায়না

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসে, কখনও আবার ভারতীয় দলে খেলতে গিয়ে– সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি কখন যেন অভিন্ন আত্মা হয়ে উঠেছিলেন। সেই রায়নাই পরম মিত্র ‘মাহি ভাই’-এর দেখানো পথেই হাঁটলেন। শনিবার ভারতের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ইনস্টাগ্রামে ধোনি অবসর ঘোষণার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানালেন সুরেশ রায়নাও।

প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান জানালেন, তিনি আগেই জানতেন যে চেন্নাই দলের সঙ্গে যোগ দেওয়ার পরই অবসর ঘোষণা করবেন ধোনি। সেই কারণে তিনিও বিদায় নেওয়ার জন্য তৈরি হয়ে যান। রায়নার কথায়, “১৪ তারিখ চার্টার্ড ফ্লাইটে আমি, পীযূষ চাওলা, দীপক চাহার ও কর্ণ শর্মা রাঁচি পৌঁছাই। সেখান থেকে মাহি ভাই আর মনু সিংকে তুলি। জানতাম চেন্নাই পৌঁছেই ঘোষণাটা করবে মাহি ভাই। তাই আমিও তৈরিই ছিলাম।”

টেস্টে অবসর ঘোষণার সময়ও রায়না পাশে ছিলেন ধোনির। ২০১৪ সালে যখন টেস্ট ক্রিকেটকে ধোনি আলবিদা জানিয়েছিলেন, সেই সময়েও ছলছলে চোখ নিয়ে রায়নাকেই জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল ধোনিকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এবার আন্তর্জাতিক আঙিনাকে আলবিদা বলার সময়ও সেই রায়নাই হাতটি ধরেছিলেন তাঁর। নির্দ্বিধায় রায়না বলে দিলেন, নিজেদের অবসর ঘোষণার পর পরস্পরকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন। তারপর রাতভর পার্টিও করেন।

কিন্তু কেন ১৫ আগস্টটাকেই বেছে নিলেন অবসরের জন্য? রায়নার ব্যাখ্যা, ধোনির জার্সি নম্বর ৭ আর তাঁর ৩। দুটি নম্বর পাশাপাশি বসে হয় ৭৩। আর ভারতের স্বাধীনতা লাভের ৭৩ বছরই পূর্ণ হয় গত শনিবার। সে কথা মাথায় রেখেই এই দিনটি বেছে নিয়েছিলেন। আপাতত দুই তারকা ব্যস্ত আসন্ন আইপিএলের প্রস্তুতিতে। আর ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে বাইশ গজে তাঁদের পারফরম্যান্স দেখতে।

আরও পড়ুন: ধোনি বিদায়ে মন খারাপ পাকিস্তানেরও, খেলার মাঠ থেকে অবসর নিলেন বশির চাচা

ধোনির অবসর ঘোষণার দিন সিএসকে পর্দার আড়ালের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনে, ঠিক যখন অবসর ঘোষণার পর সতীর্থদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করছেন ধোনি ও রায়না। একে একে কেদার যাদব, পীযূষ চাওলাদের ধোনি ও রায়নাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায়।

যদিও রায়নার অবসর নিয়ে প্রায় ২৭ ঘন্টা চুপ ছিল BCCI। শনিবার রাত আটটা নাগাদ জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। কিন্তু ভারতীয় বোর্ডের (বিসিসিআই) তরফে প্রথমে সরকারিভাবে কোনও উচ্চবাচ্য করা হয়নি। রবিবার রাত ১১ টার পর প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। যদিও বিসিসিআইয়ের দাবি, রবিবার বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রায়না।

বোর্ডের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিশ্বমানের ফিল্ডার এবং কার্যকরী বোলার’ রায়না ভারতের হয়ে ১৮ টি টেস্ট এবং ২২৬ টি একদিনের ম্যাচে খেলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৭৮ টি-টোয়েন্টি ম্যাচে। নিজের ‘মেন্টর’ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রায়না দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। চাপের মুহূর্তে দাঁড়িয়ে দু’জনে যেভাবে একাধিক ম্যাচ জিতিয়েছিলেন, বোর্ডের তরফে তারও প্রশংসা করা হয়েছে।

রায়নার অবসর নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘লিমি়টেড ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পারফর্মার ছিলেন সুরেশ রায়না। নীচের দিকে ব্যাট করতে নামা এবং ম্যাচ জেতানো ইনিংস খেলার জন্য প্রচুর দক্ষতা এবং প্রতিভার প্রয়োজন হয়। যুবরাজ সিং এবং মহেন্দ্র ধোনির সঙ্গে একদিনের ম্যাচে ও (রায়না) ভারতের শক্তিশালী মিডল অর্ডার তৈরি করেছিল। আমি ওকে এবং ওর পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি।’

ভারতীয় বোর্ডের তরফে ২৭ ঘণ্টা পর রায়নার অবসরের বিবৃতি প্রকাশ করা হলেও শনিবারই বাঁ-হাতি ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি)।শনিবার রাতেই সরকারিভাবে বিবৃতি প্রকাশ করা হয়েছে ২০১১ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে রায়নার ইনিংসের ভিডিয়োও পোস্ট করেছে আইসিসি।

আরও পড়ুন: মন খারাপ আমুল গার্লের, বিশেষ ডুডলের মাধ্যমে ধোনিকে কুর্নিশ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest