T20 World Cup 2021: Beleaguered India up against gritty Afghanistan

IND vs AFG: সেমির দৌড়ে থাকতে আফগান ম্যাচই বিরাটদের ‘ডু অর ডাই’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের ভাঁড়ার শূন্য ক্যাপ্টেন কোহলির ৷ এবারও টি-20 বিশ্বকাপের সুপার 12-র দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হেরে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া ৷ বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ‘মেন ইন ব্লু’ ৷ অঙ্কের হিসেব বলছে, সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে হলে আফগানিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে কোহলিদের ।

গ্রুপ পর্বে ভারতের এখনও বাকি তিনটি ম্যাচ ৷ আফগানিস্তানের পরে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কোহলিরা ৷ তবে তিন ম্যাচেই প্রথমে ব্যাট করলে বড় ব্য়বধানে জিততে হবে কোহলিদের ৷ পরে ব্যাট করলে দ্রুত ম্যাচ শেষ করতেই হবে ৷ অন্যদিকে গ্রুপ 2-তে দ্বিতীয় স্থানে থাকলেও রান রেট সবচেয়ে ভাল রশিদ খান-মহম্মদ নবিদের ৷ তিন ম্যাচের দুটি জিতে ভাল শুরু করেছে রশিদরা ৷

রোহিতের বদলে নিউজিল্যান্ড ম্যাচে ইশান কিষানকে ওপেন করতে পাঠানো হয়েছিল । বিশেষ কিছুই করতে পারেনি ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার ৷ প্রথম বলে ক্যাচ পড়লেও বড় রান তুলতে পারেননি রোহিতও ৷ তিনের বদলে চারে ব্যাট করতে নেমেও ব্যর্থ বিরাট ৷ প্রথম দু’ম্যাচেই খুঁজে পাওয়া যায়নি ঋষভ-হার্দিককে ৷ উইকেট তুলতে পারছেন না বোলাররাও ৷ পাশাপাশি টস ভাগ্য সঙ্গ দিচ্ছে না কোহলির ৷ পাকিস্তান ম্যাচের পর এক সপ্তাহ সময় পেয়েও কিছুই মেরামত করতে৷

দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মঙ্গলবার জানান, আফগানিস্তান ম্যাচে খেলার জন্য দলের সবাই প্রস্তুত । যদিও প্রথম একাদশ নিয়ে এখনও আলোচনা হয়নি, আগামিকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । আগের ম্যাচে পিঠের চোটে বাদ পড়েছিলেন সুর্যকুমার যাদব ৷ তিনি সুস্থ হয়ে ফেরায় আবার প্রথম একাদশে বদল আসবে কি না, তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ৷ বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে । এই ম্যাচই ঠিক করে দেবে বিরাটদের বিশ্বকাপ ভাগ্য ৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest