T20 World Cup 2021: New Zealand or Australia, who have advantage in the final

T20 World Cup 2021: অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবক’টি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালেও সেই অপরাজিত থাকার দৌড় বজায় রাখতে মরিয়া তারা। উল্টোদিকে থাকবে অস্ট্রেলিয়া, যাদের ঘরে পাঁচটি একদিনের ক্রিকেটের বিশ্বকাপ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ একটিও নেই।

প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার নিরিখে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র এক বারই মুখোমুখি হয়েছে দুই দেশ। জয়ী হয় নিউজিল্যান্ড।

২০১৫ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড| তবে সেটা ছিল একদিনের বিশ্বকাপ| সেখানে অবশ্য নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্লার্কের অস্ট্রেলিয়া| তবে সেসব এখন অতীত|

এবারে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা নিউজিল্যান্ড এনেক বেশি শক্তিশালী| যদিও আত্মবিশ্বাসে ভরপুর অস্ট্রেলিয়াও| অন্যতম হট ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে অজিরা| ফাইনালে নামার আগেও আত্মবিশ্বাসে এতটুকু খামতি নেই ফিঞ্চ, ওয়ার্নারদের|

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে টস| ফাইনালে নামার আগে তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ অ্যরণ ফিঞ্চ| টস যে এই ম্যাচে কোনও বড় ভূমিকা নিতে পারে, তা মানতে পারছেন না ফিঞ্চ| বরং টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন তিনি| এমনটাই ইঙ্গিত দিয়েছেন ফিঞ্চ| নিউজিল্যান্ডের দুর্ধর্ষ ফিল্ডিং নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে অজি শিবিরে|

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে দলের অন্যতম সেরা তারকা ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড শিবির থেকে| ডেভিড কনওয়ে না থা্কাটা যে খানিকটা হলেও চিন্তায় রাখছে, তাদের তা বলার অপেক্ষা রাখে না| কনওয়ের পরিবর্তে টিম সেইফার্ট এসেছেন নিউজিল্যান্ড শিবিরে| কিন্তু ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে তিনি কতটা কোমওয়ের অভাব মেটাতে পারবেন তা নিয়েই চিন্তিত অনেক| রবিবার ফাইনালে কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, তা নিয়ে সবারই আগ্রহ তুঙ্গে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest