Site icon The News Nest

T20 World Cup 2021: অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন?

KANE scaled

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবক’টি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালেও সেই অপরাজিত থাকার দৌড় বজায় রাখতে মরিয়া তারা। উল্টোদিকে থাকবে অস্ট্রেলিয়া, যাদের ঘরে পাঁচটি একদিনের ক্রিকেটের বিশ্বকাপ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ একটিও নেই।

প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার নিরিখে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র এক বারই মুখোমুখি হয়েছে দুই দেশ। জয়ী হয় নিউজিল্যান্ড।

২০১৫ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড| তবে সেটা ছিল একদিনের বিশ্বকাপ| সেখানে অবশ্য নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্লার্কের অস্ট্রেলিয়া| তবে সেসব এখন অতীত|

এবারে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা নিউজিল্যান্ড এনেক বেশি শক্তিশালী| যদিও আত্মবিশ্বাসে ভরপুর অস্ট্রেলিয়াও| অন্যতম হট ফেভারিট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে অজিরা| ফাইনালে নামার আগেও আত্মবিশ্বাসে এতটুকু খামতি নেই ফিঞ্চ, ওয়ার্নারদের|

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে টস| ফাইনালে নামার আগে তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ অ্যরণ ফিঞ্চ| টস যে এই ম্যাচে কোনও বড় ভূমিকা নিতে পারে, তা মানতে পারছেন না ফিঞ্চ| বরং টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন তিনি| এমনটাই ইঙ্গিত দিয়েছেন ফিঞ্চ| নিউজিল্যান্ডের দুর্ধর্ষ ফিল্ডিং নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে অজি শিবিরে|

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে দলের অন্যতম সেরা তারকা ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড শিবির থেকে| ডেভিড কনওয়ে না থা্কাটা যে খানিকটা হলেও চিন্তায় রাখছে, তাদের তা বলার অপেক্ষা রাখে না| কনওয়ের পরিবর্তে টিম সেইফার্ট এসেছেন নিউজিল্যান্ড শিবিরে| কিন্তু ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে তিনি কতটা কোমওয়ের অভাব মেটাতে পারবেন তা নিয়েই চিন্তিত অনেক| রবিবার ফাইনালে কে হবে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, তা নিয়ে সবারই আগ্রহ তুঙ্গে।

Exit mobile version