T20 World Cup: Babar Azam Named Captain Of ICC's Most Valuable Team Of The Tournament, No Indian Included

ICC Most Valuable Team: বিশ্বকাপের একাদশে নেই কোনও ভারতীয়! ক্যাপ্টেন Babar Azam

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনও ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।

আইসিসি ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’

১) ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৪৮.১৬ গড়ে ২৮৯ রান। স্ট্রাইক রেট ১৪৬.৭০। ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা দলে।
২) জস বাটলার (উইকেটরক্ষক) (ইংল্যান্ড): ৮৯.৬৬ গড়ে ২৬৯ রান। স্ট্রাইক রেট ১৫১.১২। দ্বিতীয় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের সেরা দলে। পাঁচটি আউটও করান তিনি।
৩) বাবর আজম (ক্যাপ্টেন, পাকিস্তান):  ৬০.৬০ গড়ে ৩০৩ রান। স্ট্রাইক রেট ১২৬.২৫। বিশ্বকাপের সেরা দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন বাবর। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নাম রয়েছে তাঁর।
৪) আইডেন মাকরম (দক্ষিণ আফ্রিকা): ৫৪ গড়ে ১৬২ রান। স্ট্রাইক রেট ১৪৫.৯৪। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন প্রোটিয়া তারকা।
৫) মঈন আলি (ইংল্যান্ড): ৪৬ গড়ে ৯২ রান। স্ট্রাইক রেট ১৩১.৪২। ১১.০০ গড়ে ৭টি উইকেট। ইকনমি রেট ৫.৫০। অল-রাউন্ডার হিসেবে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন ব্রিটিশ তারকা।
৬) ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা): ৯.৭৫ গড়ে ১৬টি উইকেট। ইকনমি রেট ৫.২০। ২৩.৯০ গড়ে ১১৯ রান। স্ট্রাইক রেট ১৪৮.৭৫। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে বোলিং অল-রাউন্ডার হিসেবে নাম রয়েছে হাসারাঙ্গার।
৭) চরিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা): ৪৬.২০ গড়ে ২৩১ রান। স্ট্রাইক রেট ১৪৭.১৩। ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান তারকা।
৮) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া):  ১২.০৭ গড়ে ১৩টি উইকেট। ইকনমি রেট ৫.৮১। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন অজি তারকা।
৯) জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া):  ১৫.৯০ গড়ে ১১টি উইকেট। ইকনমি রেট ৭.২৯। বিশেষজ্ঞ পেসার হিসেবে বিশ্বকাপের সেরা দলে রয়েছেন অজি তারকা।
১০) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ১৩.৩০ গড়ে ১৩টি উইকেট। ইকনমি রেট ৬.২৫। পেসার হিসেবে বিশ্বকাপের সেরা দলে রয়েছেন কিউয়ি তারকা।

১১) অ্যানরিক নোকিয়া (দক্ষিণ আফ্রিকা): ১১.৫৫ গড়ে ৯টি উইকেট। ইকনমি রেট ৫.৩৭। বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন প্রোটিয়া স্পিডস্টার।
১২) শাহিন আফ্রিদি (পাকিস্তান): ২৪.১৪ গড়ে ৭টি উইকেট। ইকনমি রেট ৭.০৪। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা না হলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন পাক তরুণ।

আইসিসি-র নির্বাচক কমিটির মধ্যে ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ন্যাটালি জার্মানোস, শেন ওয়াটসন। ছিলেন সাংবাদিক লরেন্স বুথ ও শাহিদ হাশমি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest