t20 world cup: india vs pakistan match tickets waiting has crossed 13 thousand, 30 lakhs being charged for ad

India vs Pakistan: টিকিটের দাম দু’লক্ষ টাকা! রক্তচাপ বাড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ, বিজ্ঞাপনের রেটও আকাশ ছোঁওয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। যত সময় এগিয়ে আসছে, তত রক্তচাপ বাড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। টিকিটের দাম আকাশছোঁয়া। তাও চাহিদা মিটছে না।

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অনলাইন বুকিং শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ। এখন কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে। এই ম্যাচ দেখতে আমিরশাহি ভ্রমণের প্যাকেজ ট্যুর নিয়ে হাজির হয়েছেন আমেরিকা, ইংল্যান্ড থেকে আসা ফ্যানেরা। টিকিটের দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে। সর্বোচ্চ দামের টিকিট দু’লক্ষ টাকার। সর্বনিম্ন ১২,৫০০ টাকা। এছাড়া ৩১, ২০০ টাকার প্রিমিয়াম টিকিট এবং ৫৪,১০০ টাকার প্ল্যাটিনাম স্ট্যান্ডের টিকিট রয়েছে ৷ অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচের সাধারণ অবস্থার তুলনায় টিকিট বিক্রি হচ্ছে তিনশো গুণ বেশি দামে। তাতেও টিকিট কেনার লোকের অভাব নেই।

জানা গিয়েছে, রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷ কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷

টেলিভিশনে এই ম্যাচ দেখানো হবে। টিভিতে দশ সেকেন্ডের বিজ্ঞাপন দেখানোর ব্যয় সর্বকালীন রেকর্ডকে ছুঁয়েছে। দশ সেকেন্ডের স্পটের দাম ৩০ লক্ষ টাকা। তাও পাচ্ছেন না বিজ্ঞাপনদাতারা। সব মিলিয়ে রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে এই ম্যাচ। দুবাই থেকে পাওয়া খবরে জানা গেল, বার রেস্তোরাঁয় খানাপিনার দাম প্রচুর বেড়েছে। কিন্তু তাও পানশালা রেস্তোরাঁগুলো ভিড়ে ঠাসা। বিভিন্ন রেস্তোঁরা ও বার ভারত -পাকিস্তান ম্যাচে বিভিন্ন অফার দিচ্ছে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest