T20 World Cup: Rashid Khan becomes fastest bowler to scalp 400 T20 wickets

T20 World Cup 2021: হারা ম্যাচে নজির, নতুন দুরন্ত মাইলস্টোন রশিদ খানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশ্বকাপের মঞ্চে টি-২০ ক্রিকেটে দুরন্ত মাইলস্টোন ছুঁলেন রশিদ খান। নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্তিলের উইকেট নেওয়ার সুবাদে টি-২০ ফর্ম্যাটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য হলেন আফগান স্পিনার।

রশিদ ছাড়া আর মাত্র তিনজনের টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট আছে। তাঁদের সবাই এই মাইল ফলকে পৌঁছতে রশিদের থেকে বেশি ম্যাচ নিয়েছেন। ইমরান তাহির ৪০০ উইকেট নিয়েছেন ৩২০ ম্যাচে। এরপর এই তালিকায় রয়েছেন সুনীল নারাইন। তিনি ৩৬২ ম্যাচে এই মাইলফলকে পৌঁছন। ডোয়েন ব্র্যাভো ৪০০ উইকেট নেন ৩৬৪ ম্যাচে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি উইকেটের রেকর্ডও রশিদের। ২০১৮ সালে তিনি ৯৬টি উইকেট নিয়েছিলেন। রশিদের ওভার পিছু রান দেওয়ার সংখ্যা ৬.৩৪। যাঁরা ২০০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তাঁদের মধ্যে রশিদ ওভার পিছু রান দেওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন সুনীল নারাইন।

এই তালিকায় রশিদের ঠিক পিছনেই রয়েছেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। তিনি ৩৫১টি ম্যাচে ৩৯৮টি উইকেট নিয়েছেন। লসিথ মালিঙ্গা নিয়েছেন ২৯৫টি ম্যাচে ৩৯০টি টি-২০ উইকেট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে রশিদ খান ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest