টোকিও প্যারাঅলিম্পিক, ২০২০-এ বিরাট কীর্তি স্থাপন করতে চলেছেন ভাবিনা হাসমুখভাই প্যাটেল । টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলস ক্লাস ফোর ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৭-১১, ১১-৭,১১-৪, ৯-১১, ১১-৮ ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে পা রাখলেন ভাবিনা। এবার তাঁর লড়াই সোনা জয়ের। টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের সদস্যদের হার না মানা লড়াইয়ের পর ভাবিনাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশ।
শুক্রবারই টেবল টেনিসের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে দিয়েছিলেন ভাবিনাবেন। দীপা মালিকের পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্স থেকে পদক নিশ্চিত করেছিলেন এই প্যাডলার। আর শনিবার চিনের প্রতিপক্ষ মিয়াও ঝ্যাংকে ৩-২ ব্যবধানে উড়িয়ে রুপো নিশ্চিত করে ফেললেন তিনি। ভাবিনাবেনকে ঘিরে এবার সোনার স্বপ্ন দেখছে ভারত। ভাবিনাকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করেছেন আরেক পদকজয়ী ভারতীয় দীপা মালিক।
আরও পড়ুন : চলে গেলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ভাবিনার বাবা মেয়ের শিখর ছোঁয়ার লড়াইয়ে তাঁকে চাঙ্গা করতে বলেছেন, আজ আমি খুব খুশি। ভাবিনা নিশ্চিত ভাবেই সোনা জিতবে। ২০ বছর ধরে টেবল টেনিস খেলছে ও।ভাবিনার ফাইনালে ওঠার লড়াইটা একপেশে ছিল না। চিনা প্রতিপক্ষের কাছে প্রথম গেমটা ৭-১১য় হেরে যান তিনি। কিন্তু দ্বিতীয় গেমে ঠিক একই ফলে জেতেন। তৃতীয় গেমে একতরফা দাপট দেখিয়ে ১১-৪ ফলে জেতেন তিনি। যদিও চতুর্থ গেম রুদ্ধশ্বাস উত্তেজনা তৈরি করে ৯-১১ ফলে হেরে যান। পঞ্চম গেমে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ১১-৮ ফলে জয়ী হয়। ফাইনালে ওঠার দরজা খুলে যায়।
ভাবিনাই ভারতের প্রথম টেবল টেনিস তারকা যিনি সেমিফাইনালে ওঠেন। তখন থেকেই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ একটু একটু করে তৈরি হতে থাকে। চিনা প্রতিপক্ষও নেহাত কম শক্তিশালী নন। ২০১৬র রিও প্যারা অলিম্পিকে রুপো জয়ী। স্নাতক স্তরের পড়াশোনার দিনগুলিতে নিছক ফিটনেস ঠিক রাখতে টেবল টেনিস ধরেছিলেন ভাবিনা। ক্রমশঃ জীবনের সঙ্গে জড়িয়ে যায় তা। ৩৪ বছরের ভারতীয় মেয়ের সঙ্গে এবার লড়াই ঝাও ইং বা গু জিয়াওদানের যে কোনও একজনের সঙ্গে।
আরও পড়ুন : কাবুল বিস্ফোরণের প্রত্যাঘাত, পাল্টা ড্রোন হামলা মার্কিন বাহিনীর