IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের দল ঘোষণা ভারতের, দলে ফিরলেন কোহলি, ইশান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দিনেই ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দু ম্যাচের দল ঘোষণা করে দিল বিসিসিআই। এই দুটি ম্যাচই হবে চেন্নাইতে। ১৮ জনের দলে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহালি। স্ট্যান্ডবাই হিসেবে দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও।

১৮ জনের স্কোয়াডে নাম নেই ব্রিসবেনে অভিষেক হওয়া টি নটরাজনের। বাদ পড়েছেন নবাগত পেসার। চোটের জন্য প্রথম দু’টি ম্যাচের দলে জায়গা হয়নি মহম্মদ শামি, উমেশ যাদব, হনুমা বিহারী ও রবীন্দ্র জাদেজার। লোকেশ রাহুলকে মূল স্কোয়াডে জায়গা করে দেওয়া হলেও তাঁকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। ফিট হলে তবেই তিনি টেস্ট স্কোয়াডে থাকবেন।

আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ব্রিসবেনের তৃতীয় সেশন, উইকেট ছুঁড়ে দিয়ে ভারতকে চাপে ফেললেন রোহিত

টেস্টের টিম নির্বাচনী সভায় ছিলেন নবনিযুক্ত নির্বাচক কমিটির চেয়ার চেতম শর্মা। ক্যাপ্টেন বিরাট কোহলিও ছিলেন ভার্চুয়াল সভায়। করোনার প্রকোপ এখনও কমেনি। সে কথা মাথায় রেখেই ১৮ জনের টিম ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জেতালেও বিরাট কোহলি দলে ফেরায় তাঁকে নেতৃত্ব ফিরিয়ে দিতে হল রাহানেকে।

পুরো টিম: রোহিত শর্মা, শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্যাপ্টেন), ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া, ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করে সৌরভের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest