The hope of gold is over, Lovelina is returning to the country with bronze

Tokyo Olympics: সোনার আশা শেষ, ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরছেন লভলিনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতের লভলিনা বড়গোহাঁইকে। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় বক্সার।

শেষ চারে জায়গা করে নিয়ে আগেই পদক জয় নিশ্চিত করেছিলেন লভলিনা। সেমিফাইনাল জিতলে সোনা জয়ের দৌড়ে নাম লেখাতে পারতেন। শেষমেশ শেষ চারের হার্ডলে আটকে যাওয়ায় এবারের মতো সোনা বা রুপো জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ভারতীয় তারকা।

আরও পড়ুন: প্রথম ভারতীয় মহিলা হিসেবে পরপর দুই অলিম্পিক্সে পদক জয় সিন্ধুর, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর-রাষ্ট্রপতির

তুরস্কের বুসেনোজের বিরুদ্ধে এর আগে কখনও লড়েননি লভলিনা। তবে অচেনা শত্রুর বিপক্ষে দুর্দান্ত লড়াই দেন তিনি। প্রতি মুহূর্তে নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন। কিন্তু একাধিক ওয়ার্নিংয়ের জন্যই পয়েন্ট নষ্ট করেন ২৩ বছরের লভলিনা। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ওয়ার্নিং পাওয়ায় এক পয়েন্ট করে কেটে নেওয়া হয় তাঁর। দাপটের সঙ্গেই ৫-০ ব্যবধানে ৬৪-৬৯ কেজি বিভাগের শেষ চারের লড়াই জিতে নেন বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনোজ।

লভলিনার হাত ধরেই টোকিও (Tokyo Olympics 2020) থেকে দেশে এখনও পর্যন্ত এল তিনটি পদক। প্রথমে ভারোত্তোলনে রুপো জেতেন মণিপুরের মীরাবাই চানু। এরপর ব্রোঞ্জ ঘরে তুলে ইতিহাস গড়েন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজির গড়েন তিনি। এবার প্রথমবার অলিম্পিকের মঞ্চে গিয়েই দেশের মুখ উজ্জ্বল করলেন লভলিনা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতীয় নারীশক্তিরই উত্থানের সাক্ষী রইল টোকিও। আজই আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারতীয় মহিলা হকি দল। পদক জয়ের থেকে মাত্র একধাপ দূরে রানি রামপলরা। আশায় বুক বেঁধেছে ১৩০ কোটির দেশ।

আরও পড়ুন: Tokyo : প্রথম রূপান্তরকামী হিসাবে পদক, ইতিহাস গড়লেন কানাডা ফুটবল দলের কুইন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest