Site icon The News Nest

ISL 2021: ঘোষিত হল সূচি, ইস্ট-মোহন মহারণ ২৭ নভেম্বর

isl

ঘোষিত হল আইএসএলের প্রথম ১১ রাউন্ডের সূচি। সোমবার এফএসডিএলের পক্ষ থেকে তা ঘোষণা করা হল। সূচি অনুযায়ী, এবারের প্রথম খেলা ১৯ নভেম্বর। মুখোমুখি গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। কলকাতার আরেক প্রধান এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মাঠে নামছে ২১ নভেম্বর মুখোমুখি জামশেদপুর এফসি। আর ঐতিহ্যশালী ডার্বি আয়োজিত হবে ২৭ নভেম্বর। ম্যাচটি লাল-হলুদের হোম ম্যাচ। আয়োজিত হবে তিলক ময়দানে, সন্ধ্যে সাড়ে সাতটা থেকে।

ফের একবার গোয়ার তিন আইকনিক স্টেডিয়ামেই (ফতোর্দার জওহরলাল নেহেরু স্টেডিয়াম, বাম্বোলিনের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম ও ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়াম) হবে আইএসএল। আগামী ১৯ নভেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ১১৫টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। বাকি ৫৫ টি ম্যাচের সূচি ডিসেম্বরে জানানো হবে। করোনা আবহে দর্শক শূন্য অর্থাৎ ক্লোজড ডোর টুর্নামেন্ট হবে এবারও।

আরও পড়ুন:

একনজরে দেখে নেওয়া যাক, কবে মাঠে নামছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল-

২৭ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি। মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগান:
১৯ নভেম্বর: এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স
১ ডিসেম্বর: এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
৬ ডিসেম্বর: জামশেদপুর এফসি বনাম এটিকে মোহনবাগান
১১ ডিসেম্বর: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি
১৬ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান
২১ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগান
২৯ ডিসেম্বর: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া
৫ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
৮ জানুয়ারি: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি

এসসি ইস্টবেঙ্গল:
২১ নভেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
৩০ নভেম্বর: ওড়িশা এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৩ ডিসেম্বর: চেন্নাইয়িন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৭ ডিসেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
১২ ডিসেম্বর: এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স
১৭ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড বনাম এসসি ইস্টবেঙ্গল
২৩ ডিসেম্বর: হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৪ জানুয়ারি: বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
৭ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি

*প্রত্যেকটি ম্যাচই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে।

আরও পড়ুন:

 

Exit mobile version