ভারত সফরে এসেছেন অ্যাপল সিইও টিম কুক। আইপিএলের সময় ভারতে এসে ক্রিকেট না দেখে কি থাকা যায়? সুযোগ হাতছাড়া করলেন না কুকও। বৃহস্পতিবার দেখলেন দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ।
দেশের রাজধানীতে অ্যাপল স্টোর উদ্বোধনের পর হঠাৎই স্টেডিয়ামে হাজির হন কুক। সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার আধিকারিকরা। ম্য়াচ চলাকালীন কুককে পাওয়া গিয়েছিল কর্পোরেট বক্সে। তিনি খেলা দেখলেন দিল্লি দলের কর্ণধার পার্থ জিন্দালের (Parth Jindal) সঙ্গে। কুককে আইপিএলে দেখে নেটদুনিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে। এক ফ্যান লিখে বসলেন, ‘দয়া করে একটা আইফোন পাঠান!’ এই নিয়ে দ্বিতীয়বার কুককে পাওয়া গেল আইপিএলে। এর আগে তিনি ২০১৬ সালে দেখেছেন আইপিএল।
📹 | Special support for our boys as Tim Cook, CEO, Apple Inc. enjoys the best of matchday vibes at #QilaKotla 🤩#YehHaiNayiDilli #IPL2023 #DCvKKR pic.twitter.com/tszAihS7g4
— Delhi Capitals (@DelhiCapitals) April 20, 2023
আরও পড়ুন: IPL 2023: ভেঙ্কটেশের শতরানেও জয় অধরা কলকাতার, দুরন্ত ব্যাটিংয়ে সহজ জয় মুম্বইয়ের
কুকের ক্রিকেট দেখতে আসার খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। অ্যাপল সিইওকে দেখার জন্য অনেকেই আগ্রহী হয়ে ওঠেন। যদিও তাঁর কাছাকাছি বিশেষ কাউকে পৌঁছতে দেননি নিরাপত্তা কর্মীরা। তবে সুযোগ হাতছাড়া করেননি দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষ। কুকের হাতে বিশেষ উপহার তুলে দেন দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির কর্ণধার পার্থ জিন্দল। কুককে দেওয়া হয় একটি ক্রিকেট ব্যাট। যাতে দলের সব ক্রিকেটারদের সই রয়েছে। কুকের হাতে উপহার তুলে দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে দু’দিন আগে কুক উদ্বোধন করেছেন ভারতের প্রথম অ্যাপল স্টোর। সেই উপলক্ষেই তিনি এসেছেন ভারত সফরে। অ্যাপল স্টোর ভারতে পা রাখছে বলেই কুক এসেছেন এই দেশে। তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গেও। দেশ জুড়ে অ্যাপল-এর সম্প্রসারণের পাশাপাশি চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন কুক।
আরও পড়ুন: Cristiano Ronaldo: মেসির নাম শুনে পুরুষাঙ্গ দেখালেন রোনাল্ডো, উঠল সৌদি থেকে তাড়ানোর দাবি