Tokyo 2020: Mary Kom dropped out of the losing Olympics

Tokyo 2020: হৃদয়ভঙ্গ দেশবাসীর, হেরে অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন মেরি কম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হেরে গেলেন মেরি কম (Mary Kom)। মহিলাদের ৫১ কেজি বিভাগে কলম্বিয়ার ইনগ্রিট লরেনা ৩-২ হারিয়ে দিলেন কিংবদন্তি মেরিকে।  মেয়েদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের দ্বিতীয় ম্যাচে (রাউন্ড অফ ১৬) কলম্বিয়ার ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে চোয়ালচাপা লড়াই সত্ত্বেও হার মানলেন মেরি।

দু’টি রাউন্ডে আধিপত্য দেখিয়েও স্প্লিট ডিসিশনে ২-৩ ব্যবধানে হার মানতে হয় ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বক্সারকে। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের মধ্যে ৪ জন এগিয়ে রাখেন কলম্বিয়ার বক্সারকে। একজন রায় দেন মেরির অনুকূলে। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তিনজন বিচারক মেরিকে এগিয়ে রাখেন। ২ জন ভ্যালেন্সিয়াকে সমর্থন করেন। তা সত্ত্বেও তিন রাউন্ড মিলিয়ে পয়েন্টের নিরিখে তিন বিচারককে পাশে পেয়ে যান ভ্যালেন্সিয়া।

আরও পড়ুন: IND vs SL: ক্রুণালের সান্নিধ্যে থাকা ৮ জনের করোনা রিপোর্ট নেগেটিভ, তবু খেলবেন না ‘এঁরা’ কেউই

সুতরাং, তৃতীয় ও পঞ্চম বিচারকের তিন রাউন্ড মিলিয়ে সার্বিক রায় মেরির অনুকূলে যায়। বাকি তিনজনের রায় যায় ভ্যালেন্সিয়ার পক্ষে। টোকিও অলিম্পক্সে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন মেরি কম। তাঁর হেরে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় শিবিরে বড় ধাক্কা।

আরও পড়ুন: Mohun Bagan Day: আত্মপ্রকাশ ‘অমর একাদশ’ রেট্রো জার্সির, থেকে গেলেন Roy Krishna

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest