Tokyo Olympics 2020: Men’s archery team of India lost to Korea in quarter final

Tokyo Olympics: কোয়ার্টার ফাইনালে পৌঁছেও মেডেল জয়ের স্বপ্ন অধরা রয়ে গেল অতনুদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তিরন্দাজের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ভারত। অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাইরা পারলেন না কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠতে। স্ট্রেট সেটেই হারলেন তাঁরা। ভরসা এখন শুধুই ব্যক্তিগত বিভাগ।

সোমবার সকালে কাজাখস্তানের দলকে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত। সেখানে কোরিয়ার বিরুদ্ধে ০-৬ ব্যবধানে হেরে বিদায় নিল তারা। দ্বিতীয় সেটে ৩০ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরার আশা দেখিয়েছিল ভারত। কিন্তু কোরিয়ার দলকে কখনোই চিন্তিত মনে হয়নি। সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল তারা।

আরও পড়ুন: প্রথম ম্যাচে জয় বাংলার টেবিল টেনিস তারকা সুতীর্থার

প্রথম সেট ৫৪-৫৯ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটে ছটির মধ্যে চারটিতে ১০ পয়েন্ট তুলে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন ভারতীয়রা। তবে সেই সেটেও ৫৭-৫৯ ব্যবধানে হারতে হয় তাঁদের। অবশেষে তৃতীয় সেটেও তৃতীয় সেট ৫৪-৫৬ হারতে হয় ভারতীয় দলকে।

মিক্সড ডবলস ও মেনস ডবলসে হারের ফলে তিরন্দাজিতে এবার শুধুই ব্যক্তিগত বিভাগ থেকে মেডেল জয়ের আশা বাকি রইল ভারতের। অতনুরা সকলেই সিঙ্গেলস বিভাগে নামবেন। পাশপাশি অতনুর স্ত্রী বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারিকেও দেখা যাবে সিঙ্গেলস বিভাগে।

আরও পড়ুন: হকিতে লজ্জার হার, ক্যাঙারুদের কাছে 7-1 গোলে বিধ্বস্ত মনপ্রীতরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest