Tokyo Olympics 2020: PV Sindhu wins her first match

Tokyo Olympics: ২৮ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে টোকিও অলিম্পিক্সে সিন্ধু গর্জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অলিম্পিক্সের প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে শুরু করলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পোলিকারপোভা সেনিয়াকে সরাসরি সেটে উড়িয়ে দিলেন তিনি।

প্রথম কয়েকটা পয়েন্টের সময় একটু দেখে নিয়েছিলেন সিন্ধু। তখন মনে হয়েছিল দুই খেলোয়াড়ের মধ্যে জোর লড়াই চলছে।কিন্তু সময় যত গড়িয়েছে ততই ম্যাচ নিয়ন্ত্রণ চলে এসেছে সিন্ধুর হাতে। প্রথম সেটে একসময় পরপর ১৩টা পয়েন্ট জেতেন সিন্ধু। সেই সেট ২১-৭ ব্যবধানে অতি সহজেই জিতে যান।

আরও পড়ুন: Manoj Tiwari: বাংলাকে রঞ্জি জেতাতে হবে, মমতার অনুমতি নিয়ে মাঠে মন্ত্রী মনোজ তিওয়ারি

দ্বিতীয় সেটেও একই দৃশ্য। বিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগই দেননি। এ বার সিন্ধুকে আরও ক্ষিপ্র মনে হচ্ছিল। ম্যাচ যেন দ্রুত শেষ করতে চাইছিলেন। ড্রপ শট, ভলি, স্ম্যাশ— নিজের ঝুলি থেকে একের পর এক অস্ত্র বের করেছিলেন ভারতীয় শাটলার। সেনিয়া কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন। দ্বিতীয় সেট ২১-১০ পয়েন্টে জিতে নেন সিন্ধু। স্কোর ২১-৭ ও ২১-১০। মোট ২৮ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।

দ্বিতীয় তথা গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের চিউং গান ই-র মুখোমুখি হবেন সিন্ধু, যাঁর বিশ্ব র‌্যাঙ্কিং ৩৪।

এদিকে, রোয়িংয়েও সাফল্যের মুখ দেখল ভারত। অর্জুন লাল এবং অরবিন্দ সিংহ পুরুষদের লাইটওয়েট ডাবলস স্কালসের সেমিফাইনালে উঠে গেলেন। রেপেশাজ রাউন্ডে তাঁরা তৃতীয় স্থানে শেষ করেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ডাচদের বিরুদ্ধে পাঁচ গোল হজম ভারতীয় মহিলা হকি দলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest