Tokyo Olympics 2020: Women’s hockey reach quarter-finals for the first time ever

Tokyo Olympics 2020: ইতিহাস গড়ে কোয়াটার্সে ভারতীয় মহিলা হকি দল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারতের মহিলা হকি দল। ভারতের মহিলা হকির ইতিহাসে প্রথম বার। শনিবার গ্রেট ব্রিটেন ২-০ গোলে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। এই ফলাফলের সৌজন্যেই পরের পর্বে উঠে গেলেন বন্দনা কাটারিয়ারা। আগামী সোমবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

শনিবার প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে পরাজিত করেছিল ভারত। সেই সময় থেকেই গ্রেট ব্রিটেনের দিকে তাকিয়ে ছিলেন রানি রামপালরা। অঙ্ক বলছিল যদি গ্রেট ব্রিটেন আয়ারল্যান্ডকে হারায় তাহলেই কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে ভারত। যেমন ভাবা তেমন কাজ, শেষ পর্যন্ত গ্রুপ লিগের ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ হারিয়ে দেয় গ্রেট ব্রিটেন, এর ফলে সঙ্গে সঙ্গেই শেষ আটে উঠে যায় ভারত।

আরও পড়ুন: Tokyo 2020: নিশ্চিত হল ভারতের ব্রোঞ্জ পদক, ইতিহাস গড়লেন বক্সার Lovlina Borgohain

আসলে পুল-‘এ’র প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয়েছিল ভারতের মহিলা হকি দল। তখন থেকেই চাপে ছিল রানি রামপালরা। তবে চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা। আশার আলো দেখা গিয়েছিল তখন থেকেই। পরে শনিবারের ম্যাচ শেষে সেই আশার আলো আরও একটু উজ্জ্বল হয়। এদিনই গ্রুপ লিগে নিজেদের দ্বিতীয় জয় পায় ভারত। শনিবার তাঁরা দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে ছিলেন। তখন থেকেই ভারত আয়ারল্যান্ড বনাম গ্রেট ব্রিটেন ম্যাচের দিকে তাকিয়ে  ছিল। শেষ পর্যন্ত এই ম্যাচে আয়ারল্যান্ড ০-২ গোলে পরাজিত হতেই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যায় ভারত, যা ইতিহাসে প্রথম।

অলিম্পিক্সে মোট তিন বার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা হকি দল। ১৯৮০-তে প্রথম অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করেছিল তারা। গত বছর রিয়ো অলিম্পিক্সে ১২টি দলের মধ্যে তারা সবার শেষে শেষ করে। এবার আরও উন্নতি হল। শোয়ার্ড মারিনের দল উঠে গেল কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুন: Tokyo 2020: দীর্ঘ দু-দশক পর প্রতিযোগীতায় ভারত, ইতিহাস লিখছেন অশ্বারোহী ফওয়াদ মির্জা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest