রবিবার ভারতের ঝুলিতে প্যারালিম্পিক্সে একাধিক পদক আসার পর সোমবারের শুরুটাও দারুণভাবে হল। সোমবার সকালেই শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্য়ান্ডিং এসএইচ ১ ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন অবনী লেখারা। টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনার পদক এনে দিলেন ভারতকে। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী। প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন তিনি।
মাত্র ১৯ বছর বয়সে সোনা জয় অবনীর। এ বারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইট করে লেখেন, ‘সোনার দিন। শুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যে সোনা জিতেছে।’
It's a Golden Day!! #GoldenGirl @AvaniLekhara wins India's First medal in @ShootingPara & it's a #GOLD!!! ? Avani has equalled the World Record to achieve this feat!✨ This is unparalleled, first Indian Woman in @Olympics or @Paralympics ever to win GOLD.#Praise4Para #Tokyo2020 pic.twitter.com/hxJoP1edCi
— Paralympic India ?? #Cheer4India ? #Praise4Para (@ParalympicIndia) August 30, 2021
আরও পড়ুন: CPL 2021: পোলার্ড ঝড়ে উড়ে গেল বার্বাডোজ, মরশুমের প্রথম জয় নাইটদের
যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন অবনী। কিন্তু ফাইনালে দুর্দান্ত ভাবে ফিরে আসেন তিনি। ফাইনালে স্কোর করেন ২৪৯.৬। এই বিশ্বরেকর্ড ছিল ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে। তাঁর সঙ্গে যুগ্ম ভাবে বিশ্বরেকর্ড গড়লেন অবনী। তাঁকে টুইট করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
এবারই নিজের প্রথম প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেন রাজস্থানের এই তরুণী। আর প্রথমবারেই বাজিমাত। এই নিয়ে টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের চতুর্থ পদক জয়। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল প্রথম রুপো জেতেন। হাই জাম্পে নিষাদ কুমারও রুপো জেতেন। সোমবার রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। ডিসকাস থ্রোয়ে (এফ ৫৬) পদক জয় তাঁর। বিনোদ কুমারও পদক জিতেছেন বলে রবিবার জানা গিয়েছিল। তবে সেই খেলার ফলাফল ফের পর্যালোচনা করা হবে। তাঁর পদক জয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে।