Tokyo Paralympics: Discus thrower Vinod Kumar will loose his Bronze medal

Tokyo Paralympics: মুখ পুড়ল ভারতের! যোগ্যতা ভাঁড়ানোয় ডিসকাসের ব্রোঞ্জ কেড়ে নেওয়া হল বিনোদের থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টোকিয়ো প্যারালিম্পিক্সে মুখ পুড়ল ভারতের। বিনোদ কুমারের জন্য কলঙ্কিত হল ভারতের ক্রীড়াজগত। ডিসকাস থ্রোয়ে রবিবার ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেই ইভেন্টে অংশ নেওয়া অন্য দেশের প্রতিযোগীরা আপত্তি জানান বিনোদের যোগ্যতা নিয়ে। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানান পদক দেওয়ার আগে ফের পর্যালোচনা করা হবে। সোমবার জানিয়ে দেওয়া হল প্যারালিম্পিক্সের এই ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতাই নেই বিনোদের।

সোমবার সকাল থেকেই একের পর পদক জয় গর্বিত করেছিল দেশকে। তার মাঝেই বিনোদের ঘটনা। প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ জানান, ডিসকাস থ্রোয়ের এফ ৫২ বিভাগে অংশ নেওয়ার যোগ্যতাই নেই বিনোদের। এই বিভাগে অংশ নিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। তার পরেই শুরু হয় বিতর্ক। ৪১ বছরের সেনাকর্মী বিনোদ রবিবার ১৯.৯১ মিটার দূরে ডিসকাস ছুড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু এই বিভাগে প্রতিবন্ধার যে মান থাকা দরকার বিনোদের তা ছিল না। সেই জন্য কেড়ে নেওয়া হল তাঁর পদক।

আরও পড়ুন: রুপা পেলেন ভাবিনা,উৎসর্গ করলেন দেশকে, ফোনে অভিনন্দন জানালেন PM Modi

প্যারালিম্পিক্সের আয়োজক কমিটির তরফে বিবৃতিত জারি করে বলা হয়েছে, ভারতের অ্যাথলিট বিনোদকে কোনও বিভাগে অন্তর্ভুক্ত পারছে না কমিটি। তাই ‘তাই পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগের পদক ইভেন্টের জন্য ওই অ্যাথলিট যোগ্য নন’ এবং ওই প্রতিযোগিতায় তাঁর ফলাফল বাতিল করা হচ্ছে। যদিও প্যারালিম্পিক্সের আয়োজক কমিটির সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। গত ২২ অগস্ট বিনোদের ক্লাসিফিকেশন হয়েছিল। তখন তো ছাড়পত্র পেয়েছিলেন। তাহলে আটদিনের ব্যবধানে এমন কী হল যে তাঁর ক্লাসিফিকেশন পালটে গেল?

রবিবার ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগের ফাইনালে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন ভারতীয় অ্যাথলিট। সঙ্গে গড়েন এশিয়ান রেকর্ড। সেই থ্রোয়ের সুবাদে প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে নেন বিনোদ। যদিও কিছুক্ষণ পর প্যারালিম্পিক্সের আয়োজকদের তরফে জানানো হয়, পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগের ফলাফল নিয়ে আপাতত পর্যালোচনা চলছে। যদিও ভারতীয় শিবির নিশ্চিত ছিল যে টোকিও প্যারালিম্পিক্সে ভারতের তৃতীয় পদকটা বিনোদের গলায় ঝুলবে। ভারতীয় দলের ডেপুটি শেফ দ্য মিশন আরহান বাগাতি সংবাদসংস্থা এএনআইকে বলেছিলেন, ‘মাত্র চারদিন আগে ওঁর (বিনোদ কুমার) ক্লাসিফিকেশন প্রক্রিয়া করা হয়েছিল। আমি ওখানে ছিলাম। প্যারালিম্পিক্সের তিনজন ক্লাসিফিয়ার বিনোদ কুমার এফ-৫২ গ্রুপের মধ্যে রেখেছেন। অভিযোগ জমা পড়লেও আমরা আত্মবিশ্বাসী যে পর্যালোচনার পরও বিনোদই পদক জিতবেন।’

এই ঘটনায় গোটা দেশের বদনাম হল। কী ভাবে বিনোদ বিশ্ব মঞ্চে এই ইভেন্টে অংশ নিতে পারলেন। সেই যোগ্যতা নির্ণয় কারা করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের হয়ে ওয়ান ডেতে সর্বকালীন রেকর্ডধারী এই খেলোয়াড়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest